সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও কুৎসা রটানোর বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
রবিবার (২৬ অক্টোবর) রাতে টাঙ্গাইল সদর থানায় তিনি জিডি করেন।
জিডি সূত্র জানায় শহরের আকুরটাকুর পাড়ার নিজ বাসায় অবস্থানের সময়ে হোয়াটসঅ্যাপে একটি অডিও বার্তা আসে। দৈনিক বাংলা সময়ের সাংবাদিক পরিচয়ধারী জসিম হত্যার কথিত বাদিকে উদ্দেশ্যমূলকভাবে জিজ্ঞাসাবাদ করে টুকুর বিরুদ্ধে মিথ্যা তথ্যের একটি অডিও রেকর্ড করা হয়।
যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।
সুলতান সালাউদ্দিন টুকুর ঘনিষ্ঠরা বলেন, টাঙ্গাইল সদর আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তিনি। তাই একটি স্বার্থান্বেষী মহল একাধিকবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে যাচ্ছে।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সম্পূর্ণ রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এ ঘৃণিত কাজ করা হচ্ছে।
ভবিষ্যতে তথ্য উপাত্তের ভিত্তিতে নিয়মিত মামলা করা হবে। সবাইকে সজাগ থাকতে হবে।
টাঙ্গাইল সদর থানার ওসি তানভীর আহাম্মেদ গণমাধ্যমকে বলেন, জিডির বিষয়ে তদন্ত চলছে। ওই ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
আর টাঙ্গাইলে জসিম নামের কোনো ব্যক্তি হত্যার শিকার হয়নি।
পিএ/টিএ