ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টির শেষ ওভারে দরকার ছিল ২০ রান। বোলিংয়ে আসা শেফার্ড প্রথম ৩ বলে দেন ৩ রান। বাকি ৩ বলে তখনও দরকার ১৭ রান। চতুর্থ বলে মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা মেরেছিলেন তাসকিন। স্কোরবোর্ডে ততক্ষণে উঠে যায় ২ বলে দরকার ১১ রান।
কিন্তু এর আগেই বড় ভুল করে ফেলেন তাসকিন। ক্রিজের একটু বেশিই ভেতরে ঢুকে গিয়ে শটটা খেলেছিলেন তাসকিন। শট খেলার আগেই তার জুতা লেগেছিল স্টাম্পে। শট খেলার ঝাঁকুনিতে এরপর স্টাম্প থেকে পড়ে গেল একটি বেল।
তাসকিনের হিট আউটে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ১৬ রানের জয়ে তিন ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ।
১৬৫ রান তাড়ায় বাংলাদেশ অলআউট হয়ে গেছে ১৪৯ রানে। শেষ দিকে তানজুম-নাসুমের লড়াইয়েও হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে টাইগারদের। চট্টগ্রামেই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী বুধবার।
পিএ/টিএ