মেয়েদের এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির জন্য থাইল্যান্ডের বিপক্ষে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুটি ম্যাচেই বড় ব্যবধানে হেরেছে কোচ পিটার বাটলারের শিষ্যরা। প্রস্তুতি ম্যাচে খুব একটা ভালো করতে পারেনি লাল-সবুজের। দলের ভরাডুবি নিয়ে বাটলার বলেছেন, ‘থাইল্যান্ডের সাথে আমাদের তুলনা করা ঠিক হবে না।’
ম্যাচ পরবর্তী বাফুফের ভিডিও বার্তায় পিটার বাটলার বলেন, ‘আমার মনে হয় সত্যি কথা বলতে অসুবিধা নেই যে, আমরা তাদের স্তরের দল নই। আজ রাতে আমরা থাইল্যান্ডের যে দলের সাথে খেলছি তারা অনেক ভালো দল। তাদের যথেষ্ট ভালো খেলোয়াড় আছে, তারা ভালোভাবে অনুশীলন করেছে। আমরা যদি তাদের শারীরিক গঠনের দিক থেকে চিন্তা করি, তারা আমাদের চেয়ে শক্তিশালী, বেশি ফিট। কিন্তু আমি আমাদের মেয়েদের নিয়ে গর্বিত।’
‘মেয়েরা ভালো খেলেছে, তারা কখনোই হাল ছাড়েনি। আমার মনে হয় না, থাইল্যান্ড এবং আমাদের মধ্যে তুলনা করা উচিত। তারা অন্য স্তরের দল, সম্পূর্ণ ভিন্ন স্তরে খেলে। আমাদের বাস্তববাদী হতে হবে এবং সত্যি বলতে হবে যে, আমাদের মেয়েরা অসাধারণ উদীয়মান। আমাদের খেলার নির্দিষ্ট কিছু দিক নিয়ে সত্যিই খুব খুশি।’
ঘরের মাঠে বাংলাদেশ কেমন প্রতিদ্বন্দ্বিতা করতো সে বিষয়ে বাটলার বলেন, ‘আমরা হয়তো ঘরের মাঠে থাইল্যান্ডের বিপক্ষে ভালো প্রতিদ্বন্দ্বিতা করতে পারি। কিন্তু এই পরিবেশে খুব কঠিন। তবে আমি খুব বেশি হতাশ নই। আমরা যে গোলগুলো দিতে পারিনি তার জন্য হতাশ, কিন্তু ভবিষ্যৎ নিয়ে খুব খুব ইতিবাচক। কারণ আমি সমস্যাগুলি জানি এবং কীভাবে তার মোকাবেলা করতে পারব তার উত্তরও আমি জানি।’
থাইল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও ঘুরে দাঁড়াতে পারেনি আফঈদা খন্দকারের দল। দ্বিতীয় ম্যাচে বাংলাদেশে হেরেছে ৫-১ গোলে।
পিএ/টিএ