বাস্তাবয়নের রূপরেখা দেখেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জুলাই সনদে সইয়ের বিষয়ে পুনঃবিবেচনা করবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মঙ্গলবার (২৮ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তরের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই কথা জানান তিনি।
তুষার বলেন, ‘প্রধান উপদেষ্টা বরাবর ঐক্যমত্য কমিশনের জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা জমাদানকে ইতিবাচক ভাবে দেখছে এনসিপি। এখন সিদ্ধান্তটা সরকারের কাছে।’
সনদ বাস্তবায়নের যে রূপেরেখা, তা রাজনৈতিক দলের কাছে উন্মোচন করা হবে বলেও আশা প্রকাশ করেন এনসিপির এই নেতা।
তিনি বলেন, ‘রূপরেখা দেখেই জুলাই সনদে স্বাক্ষর করার বিষয়ে পুনঃবিবেচনা করবে এনসিপি।’
এর আগে দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে সনদ বাস্তবায়নের সুপারিশমালা তুলে দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ। উপস্থিত ছিলেন কমিশনের অন্য সদস্যরাও।
সুপারিশমালা থেকে জানা যায়, তিন ধাপে আইনি ভিত্তি দেয়া হবে জুলাই জাতীয় সনদের। প্রথমে অন্তর্বর্তী সরকার জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করবেন। এরপর সেই আদেশ নেয়া হবে গণভোটে।
গণভোটে পাস হলে নির্বাচিত সংসদ ২৭০ দিনের (৯ মাস) মধ্যে সেই আদেশ বাস্তবায়ন করতে বাধ্য থাকবে৷ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন না হলে, জুলাই সনদ সয়ংক্রিয়ভাবে বাস্তবায়নের বিধান রাখা হয়েছে সুপারিশে।
ইএ/টিকে