চলতি বছরে ব্যাপক আয় করেছে যুক্তরাষ্ট্রের সকার। কানাডা ও মেক্সিকোকে নিয়ে হতে চলা বিশ্বকাপের আগেই আয় করেছে ২৬৪ মিলিয়ন ডলার। যার পরিমাণ গত বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।
দেশটির সকার ফেডারেশনের মতে, আসন্ন বিশ্বকাপের জন্যই আটবছরে সর্বোচ্চ আয় হয়েছে। এর আগে ২০১৬ কোপা আমেরিকার আসরটিতে স্বাগতিক হওয়ায় পরের বছর তাদের ২৯০ মিলিয়ন ডলার আয় হয়েছিল।
বার্ষিক প্রতিবেদনের হিসাবে, ২০২৪ সালে ১৯০ মিলিয়ন ডলার আয় করে যুক্তরাষ্ট্রের ফেডারেশন। ২০২৩এ যা ছিল ১৪৭ মিলিয়ন।
বিশ্বকাপকে সামনে রেখে তারা পেয়েছে নতুন স্পন্সর। চলতি অর্থবছরে দ্য হোম ডেপোট, ব্যাংক অব আমেরিকা, হেঙ্কেল, জিম বিম, হেলোনের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে ফেডারেশনটি। ফলে ২০২৬ বিশ্বকাপের স্পন্সর সত্ত্ব থেকে আয় বেড়েছে ১৯ শতাংশ। যার পরিমাণ ১২১ মিলিয়ন।
আরপি/এসএন