থাইল্যান্ডে দুটি ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ জাতীয় নারী দল। স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দুটিতে মোটেও সুবিধা করতে পারেনি পিটার বাটলারের শিষ্যরা।
বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচে ৩-০ গোলে এবং পরের ম্যাচে ৫-১ গোলে হেরেছে থাইল্যান্ড। ২৪ এবং ২৭ তারিখ ম্যাচ দুটি শেষ করে মঙ্গলবার দেশে ফিরেছে লাল-সবুজের দল। দেশে ফেরার বিষয় নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
মঙ্গলবার বাংলাদেশ সময় বেলা ৩:১৫তে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে রওনা হয় আফঈদা খন্দকার-ঋতুপর্না চাকমারা। সন্ধ্যা ৬টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নামে ফ্লাইটটি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাবুফে লিখেছে, ‘ব্যাংককে থাইল্যান্ড নারী জাতীয় দলের বিপক্ষে দুই ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সিরিজ শেষ করে আজ বাংলাদেশ জাতীয় নারী দল দেশে ফিরছে।’
‘দলটি আজ বিকেল ৪:১৫ মিনিটে (থাইল্যান্ড সময়) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে ব্যাংকক ত্যাগ করে এবং সন্ধ্যা ৬ টায় (বাংলাদেশ সময়) ঢাকায় পৌঁছানোর কথা ছিল।’
পুরো সফর জুড়ে বাংলাদেশ দল হারের তিক্ত স্বাদ গ্রহণ করেছে। তবে এর মধ্যেও বাংলাদেশ দল শিখেছে বেশ কিছু বিষয়। কোচ বাটলারের মতে এ ম্যাচগুলো থেকে মেয়েরা বেশ কিছু
জিনিস শিখেছে।
আরপি/এসএন