জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, নির্বাচনের আগে গণভোটের যে সুপারিশ করা হয়েছে তা সন্তোষজনক। কারণ গণভোট আগে হলে তা দলীয় প্রভাবমুক্ত থাকবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে রাজশাহীতে পর্যটন মোটেলের সামনে এক আলোচনায় সভায় এ কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, অন্তর্বতী সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে জুলাই সনদের আদেশ জারি করতে হবে। তবে সনদ বাস্তবায়নের সুপারিশে 'নোট অফ ডিসেন্ট' না রাখার বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তিনি আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায়-সম্পর্কিত সুপারিশে বেশ কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে। আমরা সেগুলো পর্যালোচনা করে আগামীকালের মধ্যে স্বাক্ষর করার ব্যাপারে সিদ্ধান্ত নেব।
এসএন