বলিউড অভিনেতা জ্যাকি শ্রফ বললেন, জীবনে তিনি কোনো কঠোর নিয়মের অনুসারী নন, বরং মানবিকতার পথেই চলতে চান। তাঁর ভাষায় “আমি কোনো কঠোর নিয়ম মানি না। আমার নীতি, নিজে বাঁচো, অন্যকেও বাঁচতে দাও।”
এক সাক্ষাৎকারে এই তারকা জানান, মানুষের প্রতি সহনশীলতা ও স্বাধীনতাকেই তিনি জীবনের মূল দর্শন মনে করেন। জ্যাকি শ্রফ বলেন, “জোর করে কাউকে কোনো কিছু চাপিয়ে দেওয়া আমি কখনোই সমর্থন করি না। প্রত্যেক মানুষ নিজের মতো করে বাঁচতে চায়, সেটাকে সম্মান দেওয়া জরুরি।”
অভিনেতার আরও মন্তব্য, আজকের পৃথিবীতে নেতিবাচকতা ছড়িয়ে পড়লেও সহনশীলতাই পারে মানুষকে মানুষ হিসেবে বাঁচিয়ে রাখতে। তিনি জানান, ক্যারিয়ারের শুরু থেকেই তিনি চেষ্টা করেছেন সেট বা বাস্তব জীবন কোথাও কারও প্রতি অশান্তি সৃষ্টি না করতে।
জ্যাকি শ্রফের এই বক্তব্য ভক্তদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাঁর দর্শনের প্রশংসা করছেন এবং বলছেন, বাস্তব জীবনে এমন মানবিক দৃষ্টিভঙ্গিই এখন সবচেয়ে প্রয়োজন।
এসএস/টিএ