অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পট ফিক্সিংয়ের চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে অভিযুক্তদের নাম প্রকাশ করবে না বলেই জানিয়েছে বোর্ড কর্তারা। অবশ্য অভিযুক্তদের কেউ দলে নিতে পারবে না বলেও নিশ্চিত করেছে বোর্ড।
নতুন স্বাধীন তদন্ত কমিটির পর্যবেক্ষণ শেষে বিপিএলের স্পট ফিক্সিং নিয়ে মঙ্গলবার (২৮ অক্টোবর) চূড়ান্ত প্রতিবেদন হাতে পেয়েছে বিসিবি। এ বিষয়ে মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আজকে আমাদেরকে তারা প্রায় ৯০০ পেজের একটি প্রতিবেদন দিয়েছে। এটা শুধু বিপিএলের কাজেই আসবে না। এখানে কিছু দিক নির্দেশনাও দিয়েছে। সেপ্টেম্বরে যখন আমাদের প্রাথমিক প্রতিবেদন দিয়েছিল, কিছু সন্দেহজনক নামসহ, সেটা অনুযায়ী বিসিবির যে দুর্নীতি বিরোধী ইউনিট তারা কাজ শুরু করে দিয়েছে। এ মুহূর্তে প্রকাশ করার মতো পরিস্থিতিতে আমরা নেই। কিন্তু ক্রমান্বয়ে করব।’
অভিযুক্তদের নাম প্রকাশ না করলেও তারা খেলতে পারবেন না জানিয়ে বিসিবি সহ-সভাপতি শাখাওয়াত হোসেন বলেন, ‘কোনো মিডিয়া বা পাবলিকলি নাম আসবে না। তারা (অভিযুক্তরা) যখন খেলতে পারবে না, আপনারা বুঝবেন। আমরা কিন্তু আদালত না। আমরা শুধু অবস্থান নিয়েছি।’
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিপিএলের গত আসরের মোট ৩৬টি ঘটনাকে সন্দেহজনক হিসেবে চিহিৃত করেছে তদন্ত কমিটি। যেখানে ১২ জন ক্রিকেটারের নাম এসেছে। ক্রিকেটারদের বাইরেও বেশ কয়েকজনের নাম আছে সেই তদন্ত প্রতিবেদনে।
এসএস/টিএ