টলিউডের পরিচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নতুন করে জানালেন মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা নেই। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “মুম্বাইতে পাকাপাকি ভাবে থাকার ইচ্ছা নেই। ওই লাইফস্টাইলের সঙ্গে আমাদের মিলবে না। ওদের সন্ধ্যেই হয় রাত ১১ টার সময়।”
শাশ্বত আরও জানান, কাজের জন্য অবশ্যই তিনি মুম্বাই সফর করবেন, তবে দীর্ঘ সময় সেখানে বাস করা তার জন্য উপযুক্ত নয়। তিনি বলেন, “আমি নিজের জীবনধারা ও স্বাভাবিক সময়সূচি বজায় রাখতে চাই। মুম্বাইয়ের দ্রুতগতি ও রাত জেগে থাকা জীবনধারার সঙ্গে আমাদের জীবনধারা মিলবে না।”
অভিনেতার এই মন্তব্য সামাজিক ও বিনোদন মাধ্যমগুলোতে আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, এটি শিল্পী হিসেবে তাঁর নিজস্ব জীবনধারা ও ব্যক্তিগত পছন্দকে প্রাধান্য দেওয়ার প্রতিফলন।
শাশ্বত চট্টোপাধ্যায় স্পষ্ট করে দিয়েছেন, ক্যারিয়ার অবশ্যই তার অগ্রাধিকার, কিন্তু ব্যক্তিগত জীবন ও স্বাচ্ছন্দ্যকে কখনোও তুচ্ছ করবেন না।
এসএস/টিএ