বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তারের সঙ্গে দেখা হলো বলিউডের জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানার। আজ বুধবার মারুফা বলিউড অভিনেতার সঙ্গে ছবিটি নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন।
সম্প্রতি আইসিসি নারী ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশে ও ভারতের মধ্যকার ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা। ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত হিসেবে মাঠে ছিলেন তিনি।
এদিন তার সঙ্গে দেখা হয় বাংলাদেশের নারী ক্রিকেটার মারুফা আক্তারের।
মারুফার পোস্ট করা ছবিটিতে চার ঘণ্টায় ছবিটিতে রিঅ্যাক্ট পড়েছে ৩০ হাজারের বেশি।
ছবির মন্তব্যের ঘরে বাংলাদেশি ভক্তদের পাশাপাশি ভারতীয়রাও দুজনকে শুভেচ্ছা জানাচ্ছেন। সত্যজিৎ অধিকারী নামের এক ভক্ত লিখেছেন, ‘আমি মারুফাকে সম্মান করি।
আমার প্রিয় বোন, ভারত থেকে ভালোবাসা। তুমি সত্যিই আমাদের সবার অনুপ্রেরণা।’
২০২৩ সাল থেকে ইউনিসেফ ভারতের শুভেচ্ছাদূত আয়ুষ্মান। শিশুদের অধিকারের প্রতি সমর্থনের অঙ্গীকার জানাতে নারী ক্রিকেট বিশ্বকাপে হাজির হয়েছিলেন তিনি।
ম্যাচ শুরুর আগে ট্রফি নিয়ে ফটোসেশনে অংশ নেন আয়ুষ্মান। শিশু অধিকার নিয়ে একসঙ্গে কাজ করছে ইউনিসেফ-আইসিসি। এই অংশীদারির লক্ষ্য হলো ‘শিশুদের কাছে অঙ্গীকার’ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের অধিকার ও কল্যাণের পক্ষে আওয়াজ তোলা। ক্রিকেট ভক্ত, দর্শক এবং খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা প্রতিটি শিশুর নিরাপদে বেড়ে ওঠা, শিক্ষা এবং ক্ষমতায়নের অধিকারকে সমর্থন জানাতে ইউনিসেফের সঙ্গে হাত মেলায়।
আইকে/টিএ