বিএনপির কেন্দ্রীয় সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন নিজান বলেছেন, ‘আমি সাড়ে ৪ মাস জেলে ছিলাম। ১৯ দিন রিমান্ডে ছিলাম। অথচ আমি এই মাটির সন্তান, হাদী মিয়ার ছেলে। জীবনে আমার পায়ে মাটি লাগেনি।
শেখ হাসিনা আমাকে এমপি-মন্ত্রী বানানোর কথা বলেছিল, কিন্তু মাথানত করিনি। আমি বলেছি খুন করো, গুম করো, জেলে নাও, তবু আপস করব না।’ বুধবার (২৯ অক্টোবর) দুপুরে লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বড়খেরী ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
নিজান বলেন, ‘এমপি তো আমি ছিলাম। এমপি হয়ে আমি কী করব? এমপি হয়ে তো আমি বড় লোক হইনি। বিশ্বাস করেন, এমপি হয়ে আমি গরিব হয়েছি। এমপি হওয়ার পর আমার সম্পদ কমেছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
তিনি আরো বলেন, ‘শুধু এই মাটির জন্য, রামগতি-কমলনগরের মানুষের জন্য, বাংলাদেশের মানুষের জন্য আমি শেখ হাসিনার সঙ্গে আপস করিনি। আমি বলেছি, যা মন চায় করেন। মানুষের ক্ষমতা সব সময় থাকে না। এমপি থাকে না, মন্ত্রী থাকে না, প্রধানমন্ত্রী থাকে না। থাকলে তো শেখ হাসিনাই থাকত।
আমাদের মধ্যে যদি মানবতাবোধ থাকে, মানুষকে ভালোবাসার স্পৃহা থাকে, আল্লাহ ও আল্লাহর রাসুলের প্রতি আস্থা ও বিশ্বাস থাকে, অন্যের উপকারের স্বপ্ন থাকে, ঘুষ দুর্নীতি থেকে আপনি-আমি দূরে থাকি, তাহলেই আপনার আমার জীবনটা স্বার্থক হবে।’
নেতাকর্মীদের উদ্দেশে নিজান বলেন, ‘মানুষের রাজনীতি করতে হবে। গতানুগতিক ধারার রাজনীতি থেকে সরে আসতে হবে। মানুষের পায়ের কাছে এসে বসতে হবে। যদি আমি বলি মানবিক বাংলাদেশ, সাম্যের বাংলাদেশ, ১৮ কোটি মানুষের বাংলাদেশ তাহলে এই মানুষের পায়ের কাছে আসতে হবে।’
বড়খেরী ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুরনবী নোমানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির সভাপতি ডা. জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, বড়খেরী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান, আবুল খায়ের মিয়াসহ প্রমুখ।
এসএস/এসএন