এএফসি এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। মেয়েদের দুর্দান্ত পারফরম্যান্সের পর বুধবার ফুটবল ও হকি খেলোয়াড়ের হাতে আর্থিক পুরস্কার তুলে দেয় জাতীয় ক্রীড়া পরিষদে। আর্থিক পুরস্কার গ্রহণের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন অধিনায়ক আফঈদা খন্দকার ও হেড কোচ পিটার বাটলার। সেখানে সাংবাদিকদের একটি প্রশ্নে রেগে যান ইংলিশ কোচ বাটলার।
বাটলারের কাছে প্রশ্ন ছিল হাইলাইন ডিফেন্স নিয়ে। তাতে চটে যান তিনি। বলেছেন, ‘প্রথমত এবং প্রধানত, আপনি পছন্দ করুন বা না করুন, হাইলাইন ডিফেন্স থাকবেই। আমি এর পরিবর্তন করব না। এটা সংশোধন করতে পারি, কিন্তু পরিবর্তন হবে না। বাংলাদেশ এশিয়ান কাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, অনূর্ধ্ব-২০ আসরেও খেলবে, সাফ চ্যাম্পিয়নও হয়েছে। আমার এই পদ্ধতিতে সফল হয়েছে।’
‘আপনি যখন থাইল্যান্ডের মত দলের বিরুদ্ধে খেলবেন, তখন গোল হজম করবেন। আপনার সেটা মনে রাখতে হবে কিন্তু আপনারা সেটা মনে রাখেন না। কারণ আপনারা মনে রাখতে চান না। আমরা প্রতিটি খেলা দেশের বাইরে খেলি, ঢাকায় খেলি না। এজন্য যখনই র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দল দলের সাথে খেলবেন আপনাদের বাজেভাবে হারতে পারেন। এটা একটা বাস্তবতা।’
‘আমি বাস্তবে বাস করি। দশবারের মধ্যে নয়বার প্রতিকূলতার মধ্যে বেশি শিখবেন এবং জয়ের চেয়ে পরাজয়ের মধ্যেই বেশি শিখবেন। কারণ জয় ত্রুটিগুলো ঢেকে দেয়। তাই আমার পরামর্শ হল বোকা প্রশ্ন করার আগে ভেবে নিন।’
থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে থাইল্যান্ডের অবস্থান ৫৩তে, বাংলাদেশের অবস্থান ৫১ ধাপ পিছিয়ে ১০৪ এ। দুই ম্যাচে ৮ গোল হজম করেছে আফঈদা খন্দকারের দল। এরপর বাটলারের ডিফেন্স লাইন সংক্রান্ত প্রশ্নে চটে যান তিনি।
এসএস/টিএ