নাটকীয়তার অবসান শেষে বাতিল হয়েছিল যুক্তরাষ্ট্রের মিয়ামিতে লা লিগার বার্সেলোনা ও ভিয়ারিয়ালের আসন্ন ম্যাচটি। যেজন্য বার্সেলোনা ও ভিয়ারিয়ালকে লা লিগা ফুটবলার অ্যাসোসিয়েশন ও রিয়াল মাদ্রিদের তোপের মুখেও পড়তে হয়েছিল। তবে, ডিসেম্বরেই লাতিন আমেরিকার দেশ পেরুতে প্রীতি ম্যাচ খেলার পরিকল্পনা করেছে কাতালান ক্লাবটি।
মিয়ামির হার্ডরক স্টেডিয়ামে ২০ ডিসেম্বর প্রস্তাবিত ম্যাচটি বার্সার বৈশ্বিক পরিচিতি ও আয় বৃদ্ধিতে সাহায্য করতো। স্প্যানিশ সংবাদ মাধ্যমে উঠে আসে, ম্যাচটির আয়োজক স্বত্ব থেকে ৭-৮ মিলিয়ন আয় হত লা লিগা’র।
যদিও বার্সোলোনাকে প্রীতি ম্যাচের জন্য আহবান করেছিল লিবিয়া। এই ম্যাচটি থেকেও আরো ৫ মিলিয়ন আয় হতো। তবে, নিরাপত্তাজনিত কারনে লিবিয়া যেতে আপত্তি জানায় বার্সেলোনা।
পেরুর প্রীতি ম্যাচের প্রস্তাব দিয়েছে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকে। ক্লাব সভাপতি এজন্য কোচ, স্পোর্টিং ডিরেক্টর জেকোকে জানিয়েছে ক্লাবের আর্থিক উন্নতির জন্যই পেরুর প্রস্তাব গ্রহণ করেছেব তিনি। সম্প্রতি ‘ক্যাম্প ন্যু’কে ঢেলে সাজাতে ব্যাপক খরচ করেছে বার্সেলোনা।
এসএস/এসএন