আগামী জাতীয় নির্বাচনে কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, এককভাবে নির্বাচনে অংশ নেবে এনসিপি বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় রংপুর নগরীর পর্যটন মেট্রোর হলরুমে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে এসব কথা জানান তিনি।
নাহিদ ইসলাম বলেন, ‘বর্তমানে অন্য কোনো জোটে যাওয়ার পরিকল্পনা নেই। দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করব।’
তিনি বলেন, ‘জনগণের দাবি ও আন্দোলনের প্রতিফলন ঘটাতেই এনসিপি মাঠে থাকবে। ন্যায্য দাবিগুলো আদায়ে গণ-আন্দোলন অব্যাহত থাকবে।’