দাবি গণ অধিকার পরিষদের

উপদেষ্টা পরিষদের কেউ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা অংশগ্রহণ করতে পারবে না বলে নির্বাচন কমিশনে (ইসি) দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ।

বুধবার (২৯ অক্টোবর) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে দলটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়। 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে অংশগ্রহণ করতে পারবে না।

এটা নৈতিকতার সঙ্গে যায় না। একই সঙ্গে তারা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে এটা দেশি-বিদেশি নানাভাবে আমাদের জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আমরা আমাদের আপত্তির বিষয়টি কমিশনকে স্পষ্ট করে জানিয়েছি।’

এ সময় প্রতীক ইস্যুতে জাতীয় নাগরিক পার্টির দিকে আঙুল তুলে তিনি বলেন, ‘ইতিমধ্যে প্রতীক নিয়ে বেশ কয়েকটি দল নির্বাচন কমিশনকে বারবার বিব্রতকর অবস্থার মধ্যে ফেলার চেষ্টা করছে।

গেজেটে অন্তর্ভুক্ত না হওয়ার সত্যেও দু-একটি রাজনৈতিক দল একটি নির্দিষ্ট প্রতীক বারবার চেয়ে নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা নির্বাচন কমিশনকে জানিয়েছি কমিশনের যে বিধানের বাইরে যাওয়ার সুযোগ তার নেই।

আপনাদের বিধানের মধ্যেই থাকতে হবে।’

রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত সংলাপে ফ্যাসিবাদের সহযোগীদের ডাকা যাবে না জানিয়ে তিনি আরো বলেন, ‘নির্বাচন কমিশন খুব শিগগির রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের আয়োজন করবেন।

আমরা আমাদের জায়গা থেকে কমিশনকে জানিয়েছি, যে অবশ্যই আপনারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তবে যারা বিগত সময়ে ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের সহযোগী ছিলেন তাদের কোনোভাবে এই আনুষ্ঠানিক বৈঠকে আপনারা আমন্ত্রণ জানাতে পারেন না এবং সুযোগও নেই।’

এদিকে বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ৯টি দাবি জানানো হয়। এ দাবিগুলো হলো—

ত্রয়োদশ সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটদান নিশ্চিত করতে হবে। রাজনৈতিক দল, প্রতিষ্ঠান ও ব্যক্তি সংশ্লিষ্টদের রিটার্নিং অফিসার, প্রিসাইডিং অফিসারসহ নির্বাচনী কর্মকাণ্ডে রাখা যাবে না।

প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে হবে এবং কেন্দ্রের বাইরে একটি জায়ান্ট স্ক্রিনে জনসাধারণের জন্য কেন্দ্রের ভেতরের ভোট কার্যক্রম ও ভোট গণনা পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে ব্যালটবাক্স উপজেলাতে পাঠানোর সময় এবং ভোট কেন্দ্র থেকে রিটার্নিং কর্মকর্তার কাছে আসা পর্যন্ত সার্বক্ষণিক প্রার্থীদের এজেন্টদের সাথে রাখতে হবে। ভোট কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশাধিকার নিশ্চিত করা এবং কেন্দ্র দখল ও কালো ভোটের অভিযোগ থাকলে ভোটগ্রহণ বন্ধ করতে হবে। কোনো প্রার্থীর সমর্থকরা অন্য প্রার্থীর সমর্থকদের নির্বাচনী কাজে বাধা প্রদান, ভয়-ভীতি প্রদর্শন করলে তথ্য-প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিগত তিনটি নির্বাচনে নির্বাচনী দায়িত্ব পালন করেছে, এমন কোনো কর্মকর্তাকে নির্বাচনী দায়িত্ব থেকে বিরত রাখতে হবে। বর্তমান অন্তর্বতীকালীন সরকারের কোনো উপদেষ্টা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এমন বিধান যুক্ত করতে হবে তফসিলের পর প্রশাসনকে ঢেলে সাজাতে হবে।

বৈঠকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে দলটির সভাপতি নুরুল হক নুর, সিনিয়র সহ সভাপতি ফারুক হাসান, উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান, অ্যাডভোকেট নুরে এরশাদ সিদ্দিকী, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আশরাফুল রায়হান এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ উপস্থিত ছিলেন।

আইকে/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বাবা হওয়ার দিনে বিষাদের গল্প শোনালেন যুবদলের নয়ন Dec 14, 2025
img
হাদির ঘটনায় ফয়সাল করিমের সহযোগী মোটরসাইকেল চালকের পরিচয় শনাক্ত Dec 14, 2025
img
ফাইল তন্নতন্ন করে খুঁজেও মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মেলেনি : রাহাত আরা বেগম Dec 14, 2025
img
সরকার চাইলে ২৪ ঘণ্টার মধ্যেই দুর্বৃত্তদের ধরতে পারে: রুমিন ফারহানা Dec 14, 2025
জয়া-রুনাকে নিয়ে চুমকির বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া নেটপাড়ায় Dec 14, 2025
দুই বছর অপেক্ষার পর ধামাকা এন্ট্রি দিয়ে ফিরলেন ফারিয়া Dec 14, 2025
সমুদ্রসৈকতে মিমের আবেদনময়ী লুক নেটমহলে তোলপাড় Dec 14, 2025
মেসির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন মমতা ব্যানার্জি Dec 14, 2025
img
‘প্রতি সপ্তাহে কোরিয়া যাই’- ফের আলোচনায় তান্যা মিত্তল Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীরা ছিলেন বুদ্ধিবৃত্তিক লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধা : প্রধান উপদেষ্টা Dec 14, 2025
img
হানিমুন শেষে উচ্ছ্বসিত সামান্থা, স্বামীর সঙ্গে খুনসুটির মুহূর্ত ভাইরাল Dec 14, 2025
img
মায়ের পদবি নয়, নিজের নামেই অন্বেষা Dec 14, 2025
img
মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল জনতা, উদ্যোক্তাকে তোপ টলিউডের Dec 14, 2025
img
অপরাধের রাজনৈতিক ট্যাগ প্রকৃত আসামিকে আড়াল করে : তাহেরি Dec 14, 2025
img
খালেদা জিয়া রাজনৈতিক অঙ্গনের জীবন্ত কিংবদন্তী : কবীর ভূইয়া Dec 14, 2025
img
শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস দেশের ইতিহাসে চিরস্মরণীয় : রাষ্ট্রপতি Dec 14, 2025
img
প্রথম ডেটে সারারাত পিয়ানো বাজিয়েছিলেন বীর, নায়িকার মন্তব্য Dec 14, 2025
img
হাদির ওপর হামলা নির্বাচন বানচালের গভীর ষড়যন্ত্র : শেখ বাবলু Dec 14, 2025
img
হাদিকে গুলি করা দুর্বৃত্ত গোয়েন্দাদের নজরে! Dec 14, 2025
img
ডাকসু ভিপি সাদিক কায়েমের দুঃখ প্রকাশ Dec 14, 2025