ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, বিগত সময়ে জুলুমতন্ত্র কায়েম ছিল। আজকের তরুণ প্রজন্মের মাধ্যমে আগামী দিন দেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজ শাখা ছাত্রশিবির একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের বরণ ও ক্যারিয়ার বিষয়ে দিকনির্দেশনা দিতে এ অনুষ্ঠানের আয়োজন করে।
নতুন শিক্ষার্থীদের উদ্দেশে জাহিদুল ইসলাম বলেন, আপনারা যারা এখন শিক্ষার্থী, তাদেরকে সময় নষ্ট করলে চলবে না। বেশি বেশি পড়াশোনা করতে হবে।
তিনি আরও বলেন, ঝিনাইদহ ও কুষ্টিয়া জেলায় বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম জুলুমতন্ত্র কায়েম ছিল। আমাদের অনেক ভাইদের শেখ হাসিনার আমলে এই জনপদে ধরে ধরে হত্যা করা হয়েছে। অনেক ছাত্র ভাইয়ের চোখ উপড়ে নির্মমভাবে খুন করেছে বিগত খুনি সরকার।
জুলাই আন্দোলনে হাসিনা সরকারের দমন-পীড়নের কথা উল্লেখ করে জাহিদুল ইসলাম বলেন, চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে নারী-শিশুদের নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে। ছাত্র-জনতার ওপর হামলা, মামলা ও জুলুমের সর্বোচ্চ দৃষ্টান্ত দেখিয়েছে ফ্যাসিস্ট হাসিনা। ফ্যাসিবাদি সেই দিনগুলোর কথা স্মরণে রেখে আজকের নতুন প্রজন্মকে বেশি বেশি পড়াশুনা করতে হবে। আজকের এই তরুণরাই আগামীর নতুন ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবে।
ঝিনাইদহ শহর শাখা ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম, জেলা জামায়াতের আমির আলী আজম মো. আবুবকর, কামরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলিম হলের নবনির্বাচিত ভিপি খন্দকার আবু নাইম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজের শিক্ষক ও একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আইকে/টিএ