আবেগের বশবর্তী হয়ে মাঝেমধ্যেই মেজাজ হারাতে দেখা যায় রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিউস জুনিয়রকে। সবশেষ এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলোয়াড় বদলে নিজের নাম দেখে বেশ বিরক্তি প্রকাশ করেন ভিনি। পরে মাঠ ছাড়ার সময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে সমালোচনার মুখে পড়েন এই ফুটবলার।
সে ম্যাচে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় নিজের আচরণের জন্য অনুতপ্ত ভিনিসিউস। সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।
বুধবার (২৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়ে বিবৃতি দিয়েছেন এই ব্রাজিলিয়ান।
ভিনিসিউস জানিয়েছেন, ‘ক্লাসিকোতে বদলি হিসেবে মাঠ ছাড়ার সময় আমার প্রতিক্রিয়ার জন্য আজ সকল মাদ্রিদিস্তার কাছে ক্ষমা চাইছি আমি। আজকের অনুশীলনের সময় যেমন ব্যক্তিগতভাবে চেয়েছি, ঠিক তেমনি আবারও আমার সতীর্থদের, ক্লাবের ও সভাপতির কাছে ক্ষমা চাইছি।’
‘কখনও কখনও বেশি আবেগপ্রবণ হয়ে পড়ি, কারণ আমি সবসময় জিততে এবং আমার দলকে সাহায্য করতে চাই। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, রিয়াল মাদ্রিদের ভালোর জন্য প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাব, যেমনটা প্রথম দিন থেকেই করে আসছি।’
সান্তিয়াগো বার্নাব্যুতে গত রোববার (২৬ অক্টোবর) রোমাঞ্চ-উত্তেজনায় ঠাসা ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারায় রিয়াল মাদ্রিদ। সে ম্যাচে কোনো গোল বা অ্যাসিস্ট করতে না পারলেও, মাঠে যতক্ষণ ছিলেন বেশ ভালো পারফরম্যান্স করেছেন ভিনিসিউস।
ম্যাচের ৭২তম মিনিটে তাকে তুলে আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোকে নামান রিয়াল কোচ শাবি আলোন্সো। প্রথমে ইশারায় ভিনিসিউস জিজ্ঞেস করেন, তাকেই তুলে নেওয়া হচ্ছে কি না। এরপর চিৎকার করে এবং হাসি দিয়ে অসন্তোষ প্রকাশ করে মাঠ ছাড়েন। মাঠ থেকে বেরিয়ে সোজা টানেল দিয়ে ভেতরে ঢুকে যান। পরে অবশ্য বেঞ্চে ফেরেন তিনি।
চলতি মৌসুমে লা লিগায় এখন পর্যন্ত ৫টি গোল করেছেন ভিনিসিউস। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪টি।
এমআর