বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত স্কোয়াডে কোনো পরিবর্তন আনা হয়নি। তৃতীয় ম্যাচে অপরিবর্তিত থাকছে বাংলাদেশের স্কোয়াড।
ওয়ানডে সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে হারানোর পর টি-টোয়েন্টি সিরিজে উল্টো রথে বাংলাদেশ দল। সিরিজের প্রথম দুই ম্যাচ হেরে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হেরে বসেছে বাংলাদেশ। অথচ এই টি-টোয়েন্টি ফরম্যাটেই টানা ৪ সিরিজে উড়ন্ত ফর্মে ছিল টাইগাররা। উড়তে থাকা বাংলাদেশকে মাটিতে নামালো ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে ক্যারিবিয়ানরা।
সিরিজের তৃতীয় ম্যাচ আগামী ৩১ অক্টোবর। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করে ফেলেছে ওয়েস্ট ইন্ডিজ। শেষ ম্যাচেও ক্যারিবিয়ানরা জিতলে হোয়াইটওয়াশ হবে বাংলাদেশ। ফলে বাংলাদেশের জন্য শেষ ম্যাচটা হোয়াইটওয়াশ এড়ানোর লড়াই।
অধিনায়ক লিটন দাসের নেতৃত্বে প্রথম দুই ম্যাচের স্কোয়াড অপরিবর্তিত রেখেই তৃতীয় ম্যাচের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
এবি/টিকে