নতুন কোচ হিসেবে লুসিয়ানো স্পালেত্তিকে বেছে নিয়েছে সেরি আ ক্লাব জুভেন্টাস, এমন খবর এসেছে ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে। সেখানে তারা আশা করেছে, বুধবার কিংবা পরদিন এই বিষয়ে ঘোষণা দেবে ক্লাবটি।
সব প্রতিযোগিতায় টানা আট ম্যাচ জয়শূন্য থাকায় গত সোমবার কোচ ইগর টুডোরকে বরখাস্ত করার কথা জানায় জুভেন্টাস। নতুন কোচ নিয়ে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে তারা সাড়া দেয়নি।
ইতালির সাবেক প্রধান কোচ গত মঙ্গলবার বলেন, জুভেন্টাসের কোচের শূন্যপদ নিয়ে তার সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেনি। তবে ইতালি জাতীয় দলের হয়ে বাজে পারফরম্যান্সের পর কোচিংয়ে ফিরতে তিনি উন্মুখ।
মিলানে এক অনুষ্ঠানে স্পালেত্তি বলেন, যেকোনো কোচই জুভেন্টাসের কোচের কাজ নিয়ে খুশি হবেন।
সেরি আয় বাংলাদেশ সময় বুধবার রাত সাড়ে ১১টায় উদিনেজের বিপক্ষে খেলবে ইউভেন্তুস। ইতালিয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ওই ম্যাচের পর আসতে পারে নতুন কোচের আনুষ্ঠানিক ঘোষণা।
সেরি আয় আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে জুভেন্টাস, শীর্ষে থাকা নাপোলির চেয়ে তারা পিছিয়ে ৯ পয়েন্টে।