তারেক রহমান

ক্ষমতায় এলে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়বে বিএনপি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন, ক্ষমতায় এলে বিএনপির লক্ষ্য, ২০৩৪ সালের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা, যা লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি করবে। সেখানে প্রতিটি নাগরিক, বিশেষ করে নারী—গর্বের সঙ্গে দেশের প্রবৃদ্ধিতে অবদান রাখবে।

আজ (বৃহস্পতিবার, ৩০ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক বার্তায় তিনি এ ঘোষণা দেন।

তারেক রহমান বলেন, ‘যখন কোনো তরুণী মা পর্যাপ্ত শিশু পরিচর্যার সুযোগ না পেয়ে চাকরি ছেড়ে দেন, বা কোনো ছাত্রী পড়াশোনা বন্ধ করে দেন; তখন বাংলাদেশ হারায় সম্ভাবনা, উৎপাদনশীলতা ও অগ্রগতি। বিএনপির লক্ষ্য একটি আধুনিক, গণমুখী বাংলাদেশ গড়া—যেখানে কোনো নারীকে তার পরিবার ও ভবিষ্যতের মধ্যে একটিকে বেছে নিতে না হয়।’

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২৪ সালের শ্রমশক্তি জরিপের তথ্য তুলে ধরে তিনি বলেন, ‘পুরুষদের তুলনায় নারীদের শ্রমবাজারে অংশগ্রহণের হার উল্লেখযোগ্যভাবে কম। যেখানে পুরুষদের ৮০ শতাংশ কর্মজীবী, সেখানে নারীদের সংখ্যা মাত্র ৪৩ শতাংশ। এই বৈষম্য দেশের অগ্রগতিতে বড় বাধা হিসেবে কাজ করছে।’

নারী কর্মসংস্থানে শিশু পরিচর্যা উদ্যোগ
এ সমস্যা সমাধানে বিএনপি সারাদেশে শিশু পরিচর্যা (চাইন্ড কেয়ার)-কে অর্থনৈতিক প্রবৃদ্ধি কৌশলের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ বিবেচনা করছে।

তারেক রহমানের প্রস্তাব অনুযায়ী, বিএনপির পরিকল্পনায় রয়েছে—
সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ডে-কেয়ার সেন্টার স্থাপন, সরকারি অফিসগুলোতে ধাপে ধাপে ডে-কেয়ার সেন্টার স্থাপনের জাতীয় পরিকল্পনা গ্রহণ, বড় বেসরকারি প্রতিষ্ঠান ও কারখানায় বাধ্যতামূলক ডে-কেয়ার ব্যবস্থা, শিশু পরিচর্যার ব্যবস্থা রাখা নিয়োগকর্তাদের জন্য কর সুবিধা ও সিএসআর ক্রেডিট প্রদান এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মান অনুযায়ী কেয়ারগিভারদের প্রশিক্ষণ ও সার্টিফিকেশন প্রদান।

তারেক রহমান বলেন, ‘এই একটি সংস্কার নারীদের কর্মসংস্থান বাড়াতে পারে, পারিবারিক আয় বৃদ্ধি করতে পারে, ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণিকে আর্থিক স্থিতিশীলতা দিতে পারে এবং আমাদের জিডিপিতে ১ শতাংশ পর্যন্ত যোগ করতে পারে।’

তিনি আরও বলেন, ‘তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিকদের প্রায় দুই-তৃতীয়াংশ নারী। তাই কর্মজীবী মায়েদের অবদানকে অবমূল্যায়ন করা ঠিক হবে না। ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)-এর গবেষণা উদ্ধৃত করে তিনি বলেন, ‘যেসব কারখানায় শিশু পরিচর্যার সুবিধা রয়েছে, সেখানে কর্মী ধরে রাখার হার বেশি, অনুপস্থিতি কম এবং প্রতিষ্ঠানগুলো এক বছরের মধ্যেই খরচ পুনরুদ্ধার করতে পারে।’

তারেক রহমানের ভাষায়, ‘শিশু পরিচর্যা কোনো দয়া-দাক্ষিণ্য নয়; এটি সামাজিক-অর্থনৈতিক অবকাঠামোর একটি অপরিহার্য অংশ। সড়ক যেমন বাজারকে সংযুক্ত করে, তেমনি ডে-কেয়ার সেন্টার নারীদের কর্মজীবনের সঙ্গে সাফল্যের সংযোগ ঘটায়।’

নারীর ক্ষমতায়নই বুদ্ধিবৃত্তিক অর্থনীতি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আমরা এমন যে কোনো পশ্চাৎমুখী ধারণা প্রত্যাখ্যান করি যা নারীর সম্ভাবনাকে সীমাবদ্ধ করে। শিশু পরিচর্যা, সমান মজুরি ও কর্মক্ষেত্রে নিরাপত্তার মাধ্যমে নারীর ক্ষমতায়ন শুধু ন্যায্য নয়, এটিই বুদ্ধিবৃত্তিক অর্থনীতি।’

তিনি আরও যোগ করেন, ‘চলুন এমন একটি বাংলাদেশ গড়ে তুলি, যেখানে প্রতিটি কর্মজীবী মা ও প্রতিটি ছাত্রী নিজের সাফল্যের স্বাধীনতা পায়—আর যেখানে সমাজের যত্ন ও সহযোগিতাকে অগ্রগতির ভিত্তি হিসেবে স্বীকৃতি দেয়া হয়।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
সরকার হাদিকে রক্ষা করতে ব্যর্থ হয়েছে : আব্দুল্লাহ আল জাবের Dec 14, 2025
img
কেন ভেঙেছিল জিৎ আর স্বস্তিকার প্রেম? Dec 14, 2025
img
“ভুল সবই ভুল, এ জীবনের পাতায় পাতায় যা লেখা, সে ভুল!” Dec 14, 2025
img
মোটরসাইকেলটি শোরুমে বিক্রি করে দিয়েছিলাম: হাদির ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান Dec 14, 2025
img
ডি পল কেন স্যান্ডো গেঞ্জি পরে মাঠে এসেছিলেন? Dec 14, 2025
img
অপুর সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে আনলেন মোমো Dec 14, 2025
img

আইপিএল মক নিলাম

৭৫ লাখ রুপিতে আইপিএলে দল পেল তানজিম সাকিব! Dec 14, 2025
img
যুব এশিয়া কাপে পাকিস্তানকে হারাল ভারত Dec 14, 2025
সফলতার কুরআনিক কোড | ইসলামিক টিপস Dec 14, 2025
img
সোমবার রাজধানীতে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ Dec 14, 2025
img

প্রধান উপদেষ্টাকে জামায়াত সেক্রেটারি

হাদির ওপর হামলায় জড়িত গডফাদাররা চিহ্নিত না হলে নির্বাচন সুষ্ঠ হবে না Dec 14, 2025
img
সাংবাদিক আনিস আলমগীর ডিবি হেফাজতে Dec 14, 2025
img
বাড্ডায় বাসে আগুন Dec 14, 2025
img
প্রধান উপদেষ্টাকে ফোন দিলেন জাতিসংঘ মহাসচিব Dec 14, 2025
img
ন্যাটোতে যোগ দেয়ার চিন্তা বাদ জেলেনস্কির Dec 14, 2025
img
হাতিয়ায় জনসংযোগকালে দুর্ঘটনায় আহত হান্নান মাসউদ Dec 14, 2025
img
হাদিকে হত্যাচেষ্টার আসল রহস্য উদঘাটন করতে হবে : পিপি ফারুকী Dec 14, 2025
img
ডিসেম্বরের ১৩ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৫১ কোটি ডলার Dec 14, 2025
ম্যানেজারের ভুলে ‘ব্যাটসম্যান’, আইপিএলে বল করতেও প্রস্তুত গ্রিন Dec 14, 2025
বায়ার্নের ‘গোলমেশিন’ কেইনে মুগ্ধ কোচ ভিনসেন্ট কম্পানি Dec 14, 2025