দেশের বিভিন্ন কারখানার ওপর হামলা এবং বিভিন্ন কারখানা বন্ধ করে দেওয়ায় ক্ষোভ ঝাড়লেন আম জনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। এখন অমুক কেন জামিন পেল হুমকি দিলেই অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যায় বলে মন্তব্য করেন তিনি।
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মো. তারেক রহমান।
তিনি তার ফেসবুক পোস্টে বলেন, গাজী টায়ারের মতো সব জ্বালিয়ে দেন। বিভিন্ন কম্পানির ওপর হামলার ঘটনায় ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, মেঘনা, ফ্রেস, স্কয়ার, একমি সব দালাল। নাবিস্কোতে কদিন আগে মব সৃষ্টি হলো, দেশে নাবিস্কোর মতো কম্পানি দরকার নেই, ওরা নাস্তিককে জায়গা দেয়। হক গ্রুপের তমিজি হক, সে-ও তো দোসর। প্রাণ গ্রুপ তো কাদিয়ানি।
ভারতের টায়ার থাকতে দেশীয় কম্পানির দরকার কী। এখন আর ইউটিউবারদের চাকরি করতে হয় না, উবার চালাতে হয় না। গায়েবি কমিশন আসে। অমুক কেন জামিন পেল, হুমকি দিলেই অ্যাকাউন্টে টাকা ঢুকে যায়। কাদিয়ানি গ্রুপে কেন ৫ লাখ যুবক চাকরি করবে। এই বেতনের ভাত হজম হবে না।
তিনি আরো বলেন, শত শত গার্মেন্ট বন্ধ হয়েছে। আমরা কেন দর্জি হব। একটা গার্মেন্টও দরকার নেই। দেশে কোনো শিল্প-কারখানা দরকার নেই, শুধু দরকার গ্রামীণ ব্যাংক। সবাই ক্ষুদ্র ঋণ নিয়ে গ্রামে গিয়ে এক জোড়া হাঁস পালব। এরপর সেই হাঁস আমেরিকার সেনাঘাঁটিতে সাপ্লাই দেব।