নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হয়েছে ‘শাপলা কলি’।
গেজেটে নির্বাচন কমিশনের (ইসি) সংরক্ষিত নির্বাচনি প্রতীকের তালিকায় ১০২ নম্বরে যুক্ত হয়েছে ‘শাপলা কলি’ প্রতীক। যা এবার নিবন্ধিত রাজনৈতিক দলের একটিকে বরাদ্দ দেওয়া যাবে।
অন্যান্য প্রতীকের মধ্যে রয়েছে- আপেল, আম, একতারা, ঘোড়া, টেলিভিশন, নৌকা (স্থগিত), ধানের শীষ, রেল ইঞ্জিন, বাইসাইকেল, হাতি, সূর্যমুখীসহ নানা জনপ্রিয় প্রতীক।
এনসিপি নেতারা বলছেন, তারাই পাচ্ছেন ইসির তালিকায় নতুন করে যুক্ত হওয়া ‘শাপলা কলি’।
অবশ্য এর আগে এনসিপিকে প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ দেওয়ার প্রস্তাব করেছিলেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।
গত ১৫ অক্টোবর একটি টিভি টক শোতে অংশ নিয়ে তিনি বলেছেন, শাপলার কলি দিয়ে হলেও এনসিপি ও ইসির এই বিষয়টা মীমাংসা করা দরকার। আমার কাছে মনে হয়, এনসিপিও এটা মেনে নেবে। মোটামুটি তারা শাপলা চায়, শাপলার কলিও শাপলার মতো দেখতে। এটা তাদের দিয়ে দেওয়া যেতে পারে।
টিজে/টিএ