প্রেম আর ভালোবাসা দুই শব্দে যেন এক আবেগ, অথচ এর ভেতরের মানে এক নয় বলে মনে করেন অভিনেত্রী রাজন্যা মিত্র। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “প্রেম মানে শুধু আবেগ নয়, সেটা সাময়িক হতে পারে। কিন্তু কোনও সম্পর্কে যদি সততা, বন্ধুত্ব আর গভীর বিশ্বাস থাকে, তখনই সেটা সত্যিকারের ভালোবাসায় পরিণত হয়।”
রাজন্যা মনে করেন, আধুনিক সম্পর্কগুলোতে বোঝাপড়া আর আস্থার অভাবই দূরত্ব তৈরি করে। তাঁর ভাষায়, “ভালোবাসা মানে শুধু মিষ্টি কথাবার্তা নয়, বরং একে অপরের পাশে থাকা, ভুল বোঝাবুঝি মেনে নেওয়া এই জায়গাগুলোই সম্পর্ককে স্থায়ী করে।”
অভিনেত্রীর এই মন্তব্য ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই তাঁর বক্তব্যে খুঁজে পেয়েছেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি, কেউ কেউ আবার বলেছেন এটাই আজকের প্রজন্মের শেখার মতো বার্তা।
এসএস/টিএ