উপরের নির্দেশ এলেই সবাই ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়ুন : দুদু

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, উপর থেকে যখন নির্দেশ আসবে, তখন সবাইকে ঐক্যবদ্ধভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। অন্য দল যা-ই বলুক, তাতে কোনো লাভ হবে না। দেশের জনগণ ধানের শীষ পছন্দ করে। তাই জনগণেকে সব ধরনের সহযোগিতা করতে হবে এবং ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) চুয়াডাঙ্গা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে আয়োজিত গণসংযোগ ও পথসভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশে এ আহ্বান জানান। এ সময় ছাত্রদলের সাবেক এই সভাপতি দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগণের পাশে থাকার পরামর্শ দেন।

শামসুজ্জামান দুদু বলেন, চুয়াডাঙ্গার মানুষ যখনই ধানের শীষ প্রতীক পেয়েছে, তখনই তাকে বিজয়ী করেছে। তিনি ধানের শীষকে মাওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বর্তমান নেতা তারেক রহমানের প্রতীক হিসেবে উল্লেখ করে বলেন, এ প্রতীকই এখন যুবসমাজ ও দেশের সাধারণ মানুষের সবচেয়ে প্রিয় প্রতীক।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গার মানুষ সবসময় ন্যায়ের পক্ষে থেকেছে, অন্যায়কে প্রশ্রয় দেয়নি। অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করা বিএনপিকে নিয়ে যারা ব্যবসা করতে চেয়েছিল, দেশের মানুষ, বিশেষ করে চুয়াডাঙ্গার মানুষ, তাদের প্রত্যাখ্যান করেছে।

দুদু বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি দেশে গণতন্ত্র, স্বাধীনতা, ভোটাধিকার এবং কৃষক-শ্রমিক-খেটে খাওয়া মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করবে। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, দলকে ঐক্যবদ্ধ রাখবেন। কেউ অতিরিক্ত আকাঙ্ক্ষা করবেন না। ঘরে বসে থাকলে চলবে না- মানুষের দ্বারে দ্বারে যেতে হবে, ভোট চাইতে হবে। দেশের জনগণের মালিকানা ফিরিয়ে দিতে তাদের সমর্থন প্রয়োজন- এটা বুঝাতে হবে।

গণসংযোগ ও পথসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি শহিদুল ইসলাম রতন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, সাবেক সভাপতি আসিরুল ইসলাম সেলিম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামীম রেজা ডালিম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কার্যকরী সদস্য অ্যাডভোকেট বদিউজ্জামান, বিএনপি নেতা অ্যাডভোকেট মইনুল হোসেন ও বোরহান উদ্দিন, কেন্দ্রীয় কৃষকদলের সদস্য আবু জাফর, সদর থানা বিএনপির সাবেক সভাপতি মনিরুজ্জামান মনি, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আবুল কাশেম লাল্টু, সিনিয়র সহ-সভাপতি ইকলাচ হোসেন ও সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ দলীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আশরাফ বিশ্বাস মিল্টু, সহ-সভাপতি আরিফুজ্জামান পিন্টু ও মাগরিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পিনু মুন্সি, রবিউল মল্লিক ও অপূর্ব সাহা, সাবেক যুবদল নেতা ফারুক মল্লিক, রমজান, আক্তারুজ্জামান আক্তার, আজাদুর রহমান আজাদ, সদস্য রকি, ওয়াজিউর রহমান মানিক, মামুন মল্লিক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এমএইচ মোস্তফা, আলমডাঙ্গা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আহসান হাবীব মুক্তি, সাধারণ সম্পাদক এমএ তালহা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মুনজুরুল জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুর রহমান ও মোহাম্মদ আলী আশরাফ রনি, জেলা যুবদল সদস্য সামিউল আলীম রকি, অমিত হাসান রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভা শেষে উপস্থিত নেতাকর্মীরা আসন্ন আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে দলের পক্ষে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

কেএন/টিকে

Share this news on:

সর্বশেষ

img
’৭১ ও ’২৪-এর অবদান অস্বীকার করলে আর বীর জন্ম নেবে না: জামায়াত আমির Dec 16, 2025
img
বাজার থেকে কিটক্যাট চকলেট অপসারণের নির্দেশ Dec 16, 2025
img
পাঁচ নেতার স্থগিতাদেশ প্রত্যাহার করল বিএনপি Dec 16, 2025
img
মধ্যরাতে আদেশে কমিশনার হলেন ৮ শুল্ক কর্মকর্তা Dec 16, 2025
img
প্রায় শেষ মেসির ভারত সফর, আসবেন কি টি-টুয়েন্টি বিশ্বকাপ দেখতে? Dec 16, 2025
img
আইএল টি-টুয়েন্টি লিগে জিতেছে তাসকিনের শারজাহ Dec 16, 2025
img
সুপ্রিম কোর্টের ক্যান্টিনে আগুন Dec 16, 2025
img
ছাত্র-জনতা হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার Dec 16, 2025
img
হাদির ঘটনায় ফয়সাল করিমের এক সহযোগী গ্রেপ্তার Dec 16, 2025
img
আজ মহান বিজয় দিবস Dec 16, 2025
img
আরও দুই মামলায় আলোচিত ছোট সাজ্জাদ ও তার স্ত্রী শ্যোন আটক Dec 16, 2025
img
দিল্লিতে ২৭টি সিগারেট খাওয়ার সমান ক্ষতি হবে মেসির ফুসফুসের! Dec 16, 2025
img
মানিকগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুই ককটেল বিস্ফোরণ Dec 16, 2025
img
মেহেরপুরে এক সপ্তাহ ধরে নিখোঁজ এনসিপি নেতার বাবা Dec 16, 2025
img
বিরাট-রোহিত ও বাবরকে ২০২৭ বিশ্বকাপে দেখতে চান শোয়েব আখতার Dec 15, 2025
img
মাল্টা উপকূলে অভিবাসীবাহী নৌকাডুবি, ৫৯ বাংলাদেশি উদ্ধার Dec 15, 2025
img
চবি উপ-উপাচার্যের পদত্যাগ দাবিতে ছাত্রদলের বিক্ষোভ Dec 15, 2025
img
পুলিশের বিশেষ অভিযানে যুবলীগের দুই নেতা গ্রেপ্তার Dec 15, 2025
img
নেতানিয়াহুর ওপর ক্ষেপে যুক্তরাষ্ট্রের কড়া বার্তা Dec 15, 2025
img
চট্টগ্রামে ঝুটের গুদামে আগুন Dec 15, 2025