জেমিমা রদ্রিগেজের সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইতিহাস গড়া জয়ে নারী বিশ্বকাপের ফাইনালে উঠেছে ভারত। আগে ব্যাট করে ফিবি লিচফিল্ডের ভারতকে ৩৩৯ রানের বড় টার্গেট দেয় অস্ট্রেলিয়া। জবাবে জেমিমার সেঞ্চুরিতে ৯ বল হাতে রেখে ৫ উইকেটের জয় তুলে নেয় হারমানপ্রীতের ভারত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মুখোমুখি হয় দু'দল।
বড় লক্ষ্য তাড়ায় নেমে ১৩ রানে শেফালি ভার্মা আর দলীয় ৫৯ রানের মাথায় স্মৃতি মান্ধানার উইকেট হারায় ভারত। এরপরই হারমানপ্রীতকে সঙ্গে নিয়ে পাশার দান পালটে দেন নাম্বার থ্রি জেমিমা রদ্রিগেজ। হারমান ৮৯ রান করে আউট হওয়ার পর দিপ্তী ও রিচা খেলেন ২৪ ও ২৬ রানের ইনিংস।
আর আমানজত কৌরকে সঙ্গে নিয়ে ১২৭ রানের অপরাজিত ইনিংসে দলকে ফাইনালে তোলেন জেমিমা।
এর আগে, টস জিতে আগে ব্যাট করতে নেমে দলীয় ২৫ রানের মাথায় অ্যালিসা হিলির উইকেট হারায় অজিরা। হিলি ৫ রান করে ফিরলে বড় জুটি গড়েন অ্যালিসা পেরিকে নিয়ে বড় জুটি গড়েন ফিবি লিচফিল্ড। নারীদের বিশ্বকাপ নকআউটে ৭৭ বলে দ্রুতগতির সেঞ্চুরির রেকর্ড গড়েন ফিবি। আউট হন ১১৯ রান করে। পেরি খেলেন ৭৭ রানের ইনিংস।
বেথমুনির ২৪ রানের পর অ্যাশলে গার্ডনার খেলেন ৬৩ রানের ঝড়ো ইনিংস। শেষদিকে টালিয়া ম্যাকগ্রা ও কিম গার্থের ক্যামিওতে ৩৩৮ রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া।
উল্লেখ্য, আগামী রোববার শিরোপা নির্ধারণী মেগা ফাইনালে প্রোটিয়াদের মোকাবিলা করবে ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ৩টায়।
এমআর