২০২৩ সালে সৌদি আরবের ক্লাবে খেলার গুঞ্জন উড়িয়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যোগ দেন লিওনেল মেসি। তবে এবার উল্টো কারণে শিরোনাম হলেন বিশ্বকাপজয়ী এই তারকা।
সম্প্রতি সৌদি আরবের শীর্ষ এক ফুটবল কর্মকর্তা নিশ্চিত করেছেন, মেজর লিগ সকারে (এমএলএস) বিরতির সময় ফিটনেস ধরে রাখতে মেসি স্বল্প মেয়াদে সৌদি প্রো লিগে খেলতে চেয়েছিলেন, কিন্তু দেশটির ক্রীড়া মন্ত্রণালয় সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছে। খবর- সৌদি গ্যাজেট
এমএলএসের মৌসুম শেষ হওয়ার পর প্রায় চার মাসের বিরতি থাকে, যা পরের বছরের ফেব্রুয়ারিতে আবার শুরু হয়।সর্বশেষ ক্লাব বিশ্বকাপ চলার সময় মেসির দল আমার সঙ্গে যোগাযোগ করেছিল। তারা প্রস্তাব দিয়েছিল, মেজর লিগ সকার প্রায় চার মাস বন্ধ থাকবে, সেই সময়টা সৌদি লিগে খেলে ফিটনেস ধরে রাখতে চান মেসি। বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবেই এমন পরিকল্পনা।
মাহদ স্পোর্টস একাডেমির প্রধান নির্বাহী হাম্মাদ জানিয়েছেন, তিনি এই প্রস্তাব সৌদি ক্রীড়ামন্ত্রীর কাছে পৌঁছে দেন। কিন্তু মন্ত্রী তা স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করে বলেন,‘সৌদি লিগ অন্য কোনো টুর্নামেন্টের প্রস্তুতির মঞ্চ হিসেবে কাজ করবে না।’ হাম্মাদ সরাসরি নিশ্চিত করেন যে সৌদি আরব মেসির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
উল্লেখ্য, রোনালদো আল নাসরে যোগ দেয়ার পর থেকেই সৌদি লিগে বিশ্বের বড় ফুটবল তারকারা ভিড় করেছেন। মেসির একসময়ের বার্সার সতীর্থ নেইমার সৌদি লিগে খেলে এখন ব্রাজিলিয়ান লিগে খেলছেন। এছাড়া ফরাসি তারকা করিম বেনজেমাও এখন সৌদি প্রো লিগে খেলছেন।
এমআর/টিকে