এশিয়ান কাপে খেলার স্বপ্ন আগেই শেষ হয়েছে বাংলাদেশের। বাছাই পর্বের শেষ ম্যাচগুলোকে তাই নিয়মরক্ষার বলা যায়! আগামী ১৮ নভেম্বর ঘরের মাঠে তেমনি এক ম্যাচে ভারতের বিপক্ষে লড়বেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।
             
        
সেই ম্যাচকে সামনে রেখেই আজ থেকে শুরু হয়েছে বাংলাদেশের ক্যাম্প। কোচ হাভিয়ের কাবরেরাকে ছাড়াই শুরু হওয়ায় ক্যাম্পে যোগ দিয়ে প্রস্তুতির বিষয়ে জানিয়েছেন জামাল।
ভারতের বিপক্ষে ম্যাচ জিততে চান বলে জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে সংবাদ মাধ্যমকে জামাল বলেছেন, ‘এইটা মানে একটা বড় ম্যাচ আমি মনে করি। কারণ এটা তো ভারত.. আর এই বাংলাদেশ-ভারত একটা ভালো হিস্টোরি আছে। সো আমরা ভারতের সাথে জিততে চাই। আর ভারত অনেক পরে, মানে অনেক বছর পরে বাংলাদেশে খেলবে।’
ভারতের বিপক্ষে খেলতে সবাই রোমাঞ্চিত থাকেন বলেও জানিয়েছেন জামাল। তিনি বলেছেন, ‘আমার মনে হয় ভারতের সঙ্গে সবাই এক্সাইটমেন্ট থাকবে। নট অনলি ফুটবল ফ্যানস, অলসো নরমাল, যারা এত ফুটবল ফলো করে না, ওরাও এক্সাইটেড থাকবে। কারণ দলটা ভারত। আর আমরা যারা বাংলাদেশী, আমরা ভারতের সাথে জিততে চাই।’
বাছাইপর্বের আগে আগামী ১৩ নভেম্বর আফগানিস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। তবে আফগানিস্তান আসবে না বাংলাদেশ। তাদের পরিবর্তে নেপালের বিপক্ষে খেলবেন হামজা-মিতুল মারমারা।
দুই দলের মধ্যে কার বিপক্ষে খেলে বাংলাদেশের লাভ হতো এমন প্রশ্নের জবাবে জামাল বলেছেন, ‘আমি মনে করি, আফগানিস্তান আর নেপাল টিম ওয়াইজ কাছাকাছি। তাদের মধ্যে খুব বেশি ডিফারেন্স নাই। বাট আমি মনে করি এটা, এটা একটা প্রিপারেশন ম্যাচ। আর এটা ভারতের বিপক্ষে ম্যাচের আগে আমাদের কাজে দিবে। বাট অফ কোর্স, আমরা মনে করছিলাম আফগানিস্তানই আসবে। ওরা আসলে আসতেই পারল না। আর আমার টিম তো চার-পাঁচটা নেপালী প্লেয়ার আছে। সবাই ন্যাশনালি খেলে। তো একটু ফান হবে ওদের সঙ্গে খেলা হবে।’
এমআর