চ্যাম্পিয়ন্স লিগে দারুণ সব পারফরম্যান্সে এগিয়ে চলা পিএসজি ঘরোয়া লিগে বারবার হোঁচট খাচ্ছে। সবশেষ লিগ টেবিলের নিচের দিকের দল লরিয়ঁর বিপক্ষে পয়েন্ট হারিয়েছে শিরোপাধারীরা। হতাশার এই ম্যাচে আক্রমণভাগের গুরুত্বপূর্ণ খেলোয়াড় দিজিরে দুয়েকেও হারানোর ধাক্কাও খেয়েছে দলটি।
             
        
লিগ আঁয় বুধবার রাতে প্রতিপক্ষের মাঠে ১-১ ড্র করেছে পিএসজি। দুটি গোলই হয় দ্বিতীয়ার্ধে।
৪৯তম মিনিটে নুনো মেন্দেসের গোলে এগিয়ে যাওয়ার দুই মিনিটের মধ্যে গোল হজম করে পিএসজি। ইগর সিলভার গোলে পয়েন্ট পায় লরিয়ঁ।
এর কিছুক্ষণ পর পায়ে চোট পাওয়ায়, ৬১তম মিনিটে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হন ফরাসি ফরোয়ার্ড দুয়ে।
তার চোট কতটা গুরুতর, জানেন না পিএসজি কোচ লুইস এনরিকে।
“চোটটা বেশ অদ্ভূত ধরনের। তার অবস্থা কী, এখনও আমি জানি না। আশা করি, গুরুতর কিছু নয়। আমাদের অপেক্ষা করতে হবে, দেখা যাক।”
এমআর