আল-নাসেরের যুব একাডেমিতে বেড়ে ওঠা ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলের অভিষেক হয়েছে পর্তুগাল অনূর্ধ-১৬ দলে। রোনালদো জুনিয়রের অভিষেকের দিনে ফেডারেশন কাপে স্বাগতিক তুরস্কের বিপক্ষে জয় পেয়েছে পর্তুগাল। এবার অভিষেকে গোল না পেলেও অনূর্ধ্ব-১৫ দলে অভিষেকের দিনে গোল করেছিলেন ফরোয়ার্ড রোনালদো জুনিয়র।
             
        
পর্তুগালের বয়সভিত্তিক দলটি আসর শুরু করেছে তুরস্ককে ২-০ ব্যবধানে হারিয়ে। বৃহস্পতিবার রাতের ম্যাচে পর্তুগালের জয়সূচক গোল দুটি করেন স্যামুয়েল তাভারেস, রাফায়েল কাব্রাল। তুরস্কের যুবাদের বিপক্ষে পর্তুগাল কোচ ফিলিপে রামোস রোনালদো জুনিয়রকে মাঠে পাঠান অতিরিক্ত সময়ে।
পর্তুগিজ যুবাদের পরের প্রতিপক্ষ ওয়েলস ও ইংল্যান্ড। ১ নভেম্বর ওয়েলসের বিপক্ষে ও ৩ নভেম্বর ইংলিশ যুবাদের বিপক্ষে খেলবে তারা।
অনূর্ধ্ব-১৫ দলে রোনালদো জুনিয়র ৪ ম্যাচ খেলেছেন। চলতি বছরের মে’তে হওয়া ডেভেলপমেন্ট টুর্নামেন্টে প্রত্যেক ম্যাচেই মাঠে দেখা গিয়েছিল তাকে। এই দলের জার্সিতে দুই গোল আছে রোনালদো জুনিয়রের।
আইকে/এসএন