অভিনয়ের বাইরে বলিউড তারকা কারিনা কাপুর খানকে নানা সময় নানা অনুষ্ঠানে দেখা গেছে।  টেলিভিশন শো থেকে শুরু করে পডকাস্টের সঞ্চালনায় কাজ করেছেন তিনি। তবে এবার সম্পূর্ণ ভিন্ন উদ্যোগে দেখা যাবে তাকে।
             
        
ইউনিসেফ ভারতের জাতীয় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়েছেন কারিনা কাপুর খান। শিশুদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এখন থেকে ইউনিসেফ ইন্ডিয়ার প্রতিনিধিত্ব করবেন তিনি। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ‘আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপ ২০২৫’-এর সেমিফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন কারিনা। সেখানে তিনি ইউনিসেফের ‘প্রমিজ টু চিলড্রেন’ প্রচারণায় অংশ নেন, যার মাধ্যমে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষায় প্রতিশ্রুতি জোরালো করার বার্তা দেন তিনি। ’প্রমিজ টু চিলড্রেন’ এমন একটি উদ্যোগ যা প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ, সুরক্ষা এবং অধিকার নিশ্চিতে কাজ করে। কারিনা বলেন, ’প্রতিটি শিশুরই বৈষম্য ছাড়াই বেড়ে ওঠা, শেখা এবং খেলার অধিকার রয়েছে। ’প্রমিজ টু চিলড্রেন’ উদ্যোগের মাধ্যমে আমরা এটা নিশ্চিত করতে কাজ করি। কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে এবং প্রতিটি শিশু তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারে।’

ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যাচের জন্য দর্শকদের উত্তেজনা দেখে কারিনা শিশুদের মনে জাতীয় ধরণের খেলাকে ধারণের বিষয়টি তুলে করেন। ক্রিকেটের প্রতি আবেগকে তরুণ মনকে লালন-পালনের গুরুত্ব তুলে ধরেন তিনি। অনুষ্ঠানের পর, কারিনা সোশ্যাল মিডিয়ায় তার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, ’আজ স্টেডিয়ামে থাকা সত্যিই বিশেষ ছিলো। শক্তি, উল্লাস, নারীদের ক্রিকেটের প্রতি ভালোবাসা। এই মুহূর্তগুলো আমাকে মনে করিয়ে দেয়- কেন প্রতিটি শিশুকে, বিশেষ করে মেয়েদের সীমাহীন স্বপ্ন দেখতে দেওয়া গুরুত্বপূর্ণ।’
কারিনা কাপুর খানের নতুন এই দায়িত্ব ভারতকে বিশ্বমঞ্চে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে বলে মনে করছেন অনেকে । ভারতের শিশুদের অধিকার ও সুরক্ষিত ভবিষ্যত নিশ্চিতে এক যুগান্তকারী পরিবর্তনের মাধ্যম হতে যাচ্ছেন তিনি।
টিএম/এসএন