কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ অন্তঃসত্ত্বা। এমন খবরের পর অভিনেত্রীর দিকে নজর বেড়েছে পাপারাজ্জিদের। সুযোগ পেলেই ক্যামেরা তাক করে স্ফীতোদরের ছবি নিচ্ছেন, এমনকি তা প্রকাশও করা হচ্ছে।
এমন সময়ে ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত ছবি গোপনে ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে; যা তীব্র সমালোচনা সৃষ্টি করেছে তার ভক্তসহ বলিউড তারকারাও।
  
ভারতীয় গণমাধ্যমের খবর, শুক্রবার মুম্বাইয়ের জুহুতে অবস্থিত নিজের সমুদ্রমুখী বিলাসবহুল অ্যাপার্টমেন্টের বারান্দায় একান্ত মুহূর্তে ছিলেন ক্যাটরিনা। এমন সময়ে বাইরে থেকে লুকিয়ে তার ছবি তোলা হয়; আর তা প্রকাশ করা হয় সামাজিক মাধ্যমে। ভাইরাল হওয়ার পর অভিনেত্রীর গোপনীয়তার ওপর আঘাতের প্রশ্ন উঠেছে; ক্ষোভে ফেটে পড়েছেন তার ভক্ত ও সহশিল্পীরা।
জানা গেছে, ভারতের একটি জনপ্রিয় সংবাদ পোর্টালে সেই ছবিগুলো প্রকাশ হয়। ছবিগুলো দ্রুত নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে পাপারাজ্জিদের এই 'ধৃষ্টতা' নিয়ে প্রশ্ন ওঠে। বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। বলেছেন, ‘আপনাদের সমস্যাটা কোথায়? একজন নারীর অনুমতি ছাড়া তার নিজের বাড়িতেই তাকে গোপনে ক্যামেরাবন্দি করছেন এবং সেই ছবি নিজেদের পোর্টালে প্রকাশ করছেন, আপনারা তো অপরাধীর চেয়ে কোনো অংশে কম নন। ছিঃ লজ্জাজনক!’
এই ঘটনার পর ক্যাটরিনার অনুরাগীরা দ্রুত পুলিশি পদক্ষেপের দাবি জানিয়েছেন। তারা প্রশ্ন তুলেছেন, একজন তারকা নিজের বাড়িতেও কেন গোপনীয়তা রক্ষা করতে পারবেন না?
 
এই ধরনের পাপারাজ্জি উৎপাত বলিউডে নতুন নয়। এর আগে একইভাবে আলিয়া ভাটেরও ব্যক্তিগত মুহূর্তের ছবি তার বাড়ি থেকে গোপনে তুলে ছড়িয়ে দেওয়া হয়েছিল, যা সে সময় ব্যাপক সমালোচনা সৃষ্টি করেছিল।
আইকে/এসএন