ভারতের সেরা ওয়েব সিরিজগুলোর তালিকা তৈরি হলে রাজ ও ডিকের স্পাই থ্রিলার ‘দ্য ফ্যামিলি ম্যান’ প্রায় সবসময়ই শীর্ষে থাকে। চার বছরের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রাইম ভিডিও মজার এক ভঙ্গিতে ঘোষণা করেছে- ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিজন ৩ মুক্তি পেতে চলেছে ২০২৫ সালের ২১ নভেম্বর। খবর কইমই ডট কমের।
মনোজ বাজপেয়ী অভিনীত এই জনপ্রিয় সিরিজের নতুন অধ্যায়ের অপেক্ষায় ভক্তরা এখন দিন গুনছেন। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন- এবার কি সত্যিই ঘটতে চলেছে সেই বহুল আলোচিত ‘দ্য ফ্যামিলি ম্যান-ফার্জি’ ক্রসওভার?
যারা দুইটি শো-ই দেখেছেন, তারা নিশ্চয়ই জানেন যে ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘ফার্জি’ একই ইউনিভার্সে। ‘ফার্জি’ সিরিজে একাধিকবার ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর রেফারেন্স পাওয়া গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য দৃশ্য হলো যখন বিজয় সেতুপতির চরিত্র মাইকেল, মনোজ বাজপেয়ীর শ্রীকান্ত তিওয়ারিকে ফোন করেন। আরেকটি দৃশ্যে মাইকেল তার টিমকে শ্রীকান্ত তিওয়ারির খোঁজ করতে বলেন।
তবে এই সংযোগ এতদিন একতরফা ছিল- অর্থাৎ ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর কোনো সিজনেই এখনো ‘ফার্জি’-র কোনো চরিত্রের উল্লেখ পাওয়া যায়নি। এবার কি সেই পরিস্থিতি বদলাবে?
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর প্রধান অভিনেতা মনোজ বাজপেয়ী আগেও ইঙ্গিত দিয়েছিলেন যে ভবিষ্যতে ‘ফার্জি’ ও ‘দ্য ফ্যামিলি ম্যান’-এর মধ্যে ক্রসওভার হতে পারে। এছাড়া, কিছুদিন আগে ‘ফার্জি’-তে শাহিদ কাপুরের সহ-অভিনেতা ভুবন অরোরাও হিন্দুস্তান টাইমসকে জানান যে দুটি সিরিজের মধ্যে কোনো না কোনো সংযোগ থাকতে পারে।
আইকে/এসএন