নারী ওয়ানডে বিশ্বকাপে অপরাজিত থেকে সেমিফাইনালে পা রেখেছিল অস্ট্রেলিয়া। ফাইনাল নিশ্চিতের মিশনে প্রথম ব্যাট করে তারা পেয়েছিল ৩৩৮ রানের বিশাল পুঁজি। নারীদের ক্রিকেট ইতিহাসে এত রান তাড়া করে জয়ের রেকর্ড কখনো ছিল না। কিন্তু সে অসাধ্যটাই করে দেখিয়েছে ভারত। যার নেতৃত্বে ছিলেন ব্যাটার জেমিমা রদ্রিগেজ।
মুম্বাইয়ে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দলকে ফাইনালে তোলার পথে ১৩৪ বলে ১২৭ রানের অনবদ্য এক ইনিংস খেলে অপরাজিত ছিলেন জেমিমা। কোনো সন্দেহ নেই, তার এই ইনিংসের কল্যাণেই ৯ বল হাতে রেখে বিশাল রান তাড়া করে ৫ উইকেটের জয় পেয়েছে ভারত।
তাই ভারতীয়রা তো বটে, বিশ্ব ক্রিকেটেও প্রশংসায় ভাসছেন ২৫ বছর বয়সী এ ব্যাটার। তাকে নিয়ে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে বাংলাদেশি পেসার মারুফা আক্তার লিখেছেন, ‘জেমি দিদি, আপনি আমাদের অসাধারণ একটি ম্যাচ উপহার দিয়েছেন। সত্যি, ভাষায় প্রকাশ করার মতো না। আমি সব সময় আপনার জন্য প্রার্থনা করব যেন আপনি আপনার দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন এবং এরচেয়ে বেশি সফলতা অর্জন করতে পারেন। ফাইনালে ম্যাচেও আপনার জন্য আমার শুভকামনা এবং দোয়া।’
মারুফার সে পোস্ট কিছুক্ষণের মধ্যেই নজরে পড়ে জেমিমার। মন্তব্যের ঘরে তিনি উল্টো প্রশংসা করেন টাইগ্রেস পেসারের। তিনি লেখেন, ‘ধন্যবাদ, মারুফা। তুমি নিজেই একজন অনুপ্রেরণা। তুমি যা করেছো তা বাংলাদেশ ও বিশ্বের অনেক নারীকেই অনুপ্রাণিত করেছে।’
এবারের বিশ্বকাপে বাংলাদেশ খুব একটা সুবিধা করতে না পারলেও বল হাতে ঝলক দেখিয়েছিলেন মারুফা। গতি আর সুইংয়ে প্রশংসা কুড়িয়েছেন বিশ্ব ক্রিকেটের। তাকে প্রশংসায় ভাসিয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাও। এর মধ্যে আবার আইসিসির এক সাক্ষাৎকারে সমাজের মানুষের বাঁকা মন্তব্য, দারিদ্রতা, নিজের সংগ্রামের গল্প তুলে ধরেছিলেন মারুফা। স্বাভাবিকভাবেই সে বিষয়গুলোকে ইঙ্গিত করে অন্য নারীদের জন্য মারুফাকে অনুপ্রেরণা হিসেবে দেখছেন জেমিমা।
টিজে/টিকে