ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে টানা দুই ম্যাচ হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ দল। এমন হতাশাজনক পারফরম্যান্সে অবশেষে আর চুপ করে থাকতে পারছেন না বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। হাস্যরসের ভঙ্গিতে জানালেন, ‘আজ থেকেই নাক গলানো শুরু করব!’
             
        
বাংলাদেশের সাম্প্রতিক ফর্ম বেশ দুশ্চিন্তার। টানা চারটি সিরিজ জয়ের পরও ব্যাটিং লাইনআপ যেন খেই হারিয়ে ফেলেছে। শ্রীলঙ্কা সিরিজ থেকে শুরু করে প্রতিটি সিরিজেই অন্তত একবার ধস নেমেছে। বিশেষ করে মিডল অর্ডারের ব্যর্থতা যেন এখন নিয়মিত দৃশ্য।
এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ১৩৫ রানের লক্ষ্য তাড়া করতে না পারা, কিংবা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫০ রানও তুলতে ব্যর্থ হওয়া- সব মিলিয়ে দলের ব্যাটিং অচলাবস্থা নিয়ে হতাশ বুলবুল। সরাসরি বলেই ফেললেন, 'আমরা বুঝি ১৫০ রানও তাড়া করতে পারি না!'
তবে এখনই মাঠে নেমে সবকিছু নাড়াচাড়া করতে চান না বিসিবি সভাপতি।
বলেছেন, 'টি-টোয়েন্টি সিরিজের একটা ম্যাচ বাকি আছে এখনও। এখনই কিছু করতে চাই না।'
তাহলে কবে থেকে শুরু হবে তার ‘নাক গলানো’?
বুলবুলের জবাব, ‘আয়ারল্যান্ড সিরিজ থেকে নতুন কিছু দেখবেন। ওই সিরিজ থেকেই আমি দলের খুব কাছাকাছি থাকব।’
টিজে/টিকে