বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো বিনির্মাণের ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে পিরোজপুরের জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের পাড়েরহাট আবাসনে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
             
        
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাড়েরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম হাওলাদার এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব সাইদুল ইসলাম কিসমত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের ধানের শীষের মনোনয়নপ্রত্যাশী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক, সাংবাদিক নেতা হাফিজ আল আসাদ সাঈদ খান।
 
এ সময় আরো উপস্থিত ছিলেন জিয়ানগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলমগীর কবির মান্নু, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ শেখ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের সভাপতি মোহাম্মদ নাজমুল হাওলাদার মারুফ, জেলা যুবদলের সাবেক সহ-আইন বিষয়ক সম্পাদক এস. এম. আল ইমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফাহিম মুনতাসির, সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিপন শেখ, ভাণ্ডারিয়া উপজেলা ছাত্রদলের সদস্যসচিব শফিক রেজা, ছাত্রনেতা আতিক ও ব্যবসায়ী নেতা শেখ লিটন প্রমুখ।
বক্তারা বলেন, জনগণের রাষ্ট্র পুনর্গঠনের রূপরেখা হিসেবে তারেক রহমানের ৩১ দফা এখন সময়ের দাবি। বিএনপি জনগণের অধিকার পুনরুদ্ধার ও একটি জনগণমুখী রাষ্ট্র গঠনে বদ্ধপরিকর। রাষ্ট্র কাঠামো বিনির্মাণের এই কর্মসূচি দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক মুক্তির পথনির্দেশনা দেবে।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্যে সাঈদ খান বলেন, বিএনপির প্রতিটি কর্মী ১৭ বছর ধরে বলে এসেছে-আমি বিএনপি করি, আমি কারো সঙ্গে আপস করি না। বিএনপি কোনো গুপ্ত রাজনীতি করে না। জনগণের রাজনীতিই বিএনপির রাজনীতি।
তিনি বলেন, আজ যারা সৎ সাজে, তাদের প্রশ্ন করি-ইস্তাম্বুল হোটেল অ্যান্ড রিসোর্টের হাজার কোটি টাকার মালিকানা কোথা থেকে এলো? দেলাওয়ার হোসাইন সাঈদী ছিলেন সততার প্রতীক, তার নিজের একটি বাড়িও ছিল না।
অথচ এখন তার নাম বিক্রি করে কেউ কেউ সম্পদের পাহাড় গড়েছেন। আসুন জনগণের সামনে জবাব দিন।
সাঈদ খান আরো বলেন, তারেক রহমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি। তিনি গত ১৭ বছর ধরে জনগণের পাশে থেকে ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলন পরিচালনা করছেন। বিএনপি আপস করে না, বিএনপি গুপ্ত রাজনীতি করে না-এটাই আমাদের অঙ্গীকার।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
টিজে/টিকে