নাম ঘোষণা থেকে শুরু করে মুক্তির তারিখ জানানো সব কিছুতেই যেন ভিন্নতার ছোঁয়া ছিল ‘দেলুপি’ টিমের। আজ অর্থাৎ ৩১ অক্টোবর প্রকাশ্যে এলো ‘দেলুপি’ সিনেমার ট্রেইলার। প্রায় পৌনে দুই মিনিটের এই ট্রেইলারে দেখানো হয়েছে খুলনার প্রত্যন্ত এক অঞ্চলের জীবনধারা। যেখানে রাজনীতি আছে, ভালোবাসা আছে, প্রাকৃতিক দুর্যোগ আছে, যাত্রাশিল্পীদের সংগ্রাম আছে; আরও আছে জীবন বদলানোর গল্প।
‘দেলুপি’ খুলনায় মুক্তি পাচ্ছে আগামী ৭ নভেম্বর আর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে দেখা যাবে ১৪ নভেম্বর থেকে। এই সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হচ্ছে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলামের। তার কাজে সব সময় থাকে লোকাল ফিলিংস।
এই ব্যাপারে তাওকীর সব সময় বলেন, ‘আমি গণমানুষের কথা বলতে চেয়েছি সব সময়। সাধারণ মানুষের গল্প সাধারণ মানুষকে নিয়েই বলতে চাই। আমার নির্মাণগুলোতে চেষ্টা থাকে স্থানীয় অভিনয়শিল্পীদের নিয়ে কাজ করার। দেলুপিতেও তার ব্যতিক্রম হয়নি।’
‘দেলুপি’ সিনেমায় যারা অভিনয় করেছেন তারা সবাই খুলনার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা। সিনেমায় অভিনয় করেছেন চিরনজিৎ বিশ্বাস, অদিতি রায়, রুদ্র রায়, মো জাকির হোসেনসহ আরও অনেকে।
দেলুপির টিজারে যে পার্থকে দেখা যাচ্ছে তিনি হলেন চিরনজিৎ বিশ্বাস। দেলুপি সিনেমাতে অভিনয়ের অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত, এই সিনেমাতে অভিনয় করতে পেরে। আমার মনে হয়, এই সিনেমাতে অভিনয় করে আমার অভিনয় স্কিল অনেকখানি ডেভেলপ করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা, এই টিমের সঙ্গে কাজ করে আমি খুবই আনন্দিত।
‘পরিচালক-প্রযোজকসহ টিমের প্রত্যেকটি মানুষ সবাই মিলে আমাকে খুবই সাহায্য করেছে। আমি নতুন মানুষ, প্রথমবার সিনেমা করছি, তাদের কাছ থেকে খুবই সাহায্য পেয়েছি। এতে করে আমি অভিনয়ের জন্য আরও বেশি ইন্সপায়ার হয়েছি। পরিশেষে বলব, আমি খুবই কৃতজ্ঞ সবার কাছে যে, আমি দেলুপি সিনেমাতে অভিনয় করতে পেরেছি।’
নূপুর চরিত্রে অভিনয় করেছেন অদিতি রায়। তিনি বলেন, ‘দেলুপি-তে অভিনয় অভিজ্ঞতা আমার খুবই ভালো। আমি কখনো এরকম কাজ করিনি, এটাই আমার প্রথম কাজ। এর আগে আমি যাত্রায় অভিনয় করেছি। সেখান থেকে এই জায়গায় আসা; যাত্রা অভিনয় আর এখানকার অভিনয় আলাদা। সেদিক থেকে নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আমার দেলুপি থেকে। সব মিলে অনেক ভালো অনুভূতি এটা।‘
তিনি আরও বলেন, ‘নিজেকে বড় পর্দায় দেখব এটা আসলে একটা স্বপ্নের মতো লাগছে আমার। তবে আমার অনেক ইচ্ছা ছিল যে, কোনো একদিন হয়তো সবাই আমাকে টিভির পর্দায় দেখবে। সে ইচ্ছেটা যে আমার এভাবে পূরণ হবে সেটা আমি কখনো ভাবিনি।’
দেলুপি টিমের পক্ষ থেকে সবাইকে সিনেমা হলে আমন্ত্রণ জানানো হয়েছে সিনেমাটি দেখার জন্য।
আরপি/টিকে