চলতি বছরের সেপ্টেম্বরে স্ফীতোদরের ছবি প্রকাশ করে মা হওয়ার সুখবর দেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তবে সে ছবি ছাড়া আর কোনো ছবিতেই অন্তঃসত্ত্বা নায়িকাকে ক্যামেরাবন্দি করতে পারেননি ছবি শিকারিরা। তাই এবার অভিনেত্রীর বেবিবাম্পের ছবি তুলতে নায়িকার বাড়ির সামনে আজ ভিড় জমান পাপ্পারাজিরা।
             
        
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল থেকেই ক্যাটরিনার বাড়ির সামনে ভিড় জমাতে শুরু করেন ছবি শিকারিরা। দীর্ঘ অপেক্ষার পর নায়িকার বেশ কয়েকটি ছবি তুলতে সমর্থ হন তারা।
নতুন ছবিতে হালকা গোলাপি রংয়ের পোশাক পরেছিলেন ক্যাটরিনা। মুখ ও শারীরিক গঠনে মাতৃত্বের ছাপ ফুটে উঠেছে। ছবি শিকারীদের লুকিয়ে ছবি তোলার সময় নায়িকা বাড়ির বারান্দায় ছিলেন। সদ্য তোলা ছবিতে অভিনেত্রীর স্ফীতোদর স্পষ্ট।
 
মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে ক্যাটরিনার নতুন ছবি। নতুন ছবিতে ব্যক্তিজীবনের মুহূর্ত ক্যামেরাবন্দি করায় তা নিয়ে অবশ্য ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ভক্তরা।
 
ক্ষোভ প্রকাশ করে এক ক্যাটরিনা ভক্ত লেখেন, ‘ক্যামেরা ধরার আগে সভ্যতা শিখুন। বাড়ির মধ্যে ক্যামেরা তাক করছেন কোন সাহসে! মানুষ কি নিজের ব্যক্তিগত পরিসরেও শান্তিতে থাকতে পারবে না? এইভাবে গোপনে ছবি তোলা অপরাধ ছাড়া আর কিছু নয়।’
 
আরেকজন লেখেন, ‘অবিলম্বে নতুন ছবি মুছে ফেলা হোক। এই ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের তৎপর হওয়া উচিত।’
 
সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ছবি নিয়ে এখনও নিজের মতামত প্রকাশ করেননি অভিনেত্রী।
 
প্রসঙ্গত, অভিনেতা ভিকি কৌশলকে ২০২১ সালের ৯ ডিসেম্বর ভালোবেসে বিয়ের করেন ক্যাটরিনা। বিয়ের সাড়ে তিন বছর পর ৪২ বছরে প্রথম সন্তানের মা হতে চলেছেন বলিউড এ সেলিব্রেটি। 
 
আরপি/টিকে