ঝামেলা নাকি আগে থেকেই ছিল। এল ক্লাসিকোর পর তা দপ করে জ্বলে উঠে। শাবি আলনসোর প্রতি ক্ষোভ থেকে ভিনিসিউস রিয়াল মাদ্রিদ ছেড়ে দেয়ার সুরও তুলেছিলেন। পরে অবশ্য ব্রাজিলিয়ান ফুটবলার ক্ষমা চেয়েছেন।
শাবি ও ভিনির মধ্যে সমস্যার বাতিটা দপ করে উঠে গত ২৬ অক্টোবর সান্তিয়ানো বার্নাব্যুর এল ক্লাসিকোয়। ম্যাচের ৭২ মিনিটে বদলি বোর্ডে লাল-রঙা ৭ সংখ্যাটি দেখে ভিনিসিউস জুনিয়র নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলেন না। হাত এদিক-সেদিক ছুঁড়ে, বারবার মাথা ঝাঁকিয়ে ক্ষোভ প্রকাশ করেন ব্রাজিলিয়ান ফুটবলার। টাচলাইনের দিকে হাঁটার সময় অনবরত কী যেন বলতেও দেখা যায় তাকে।
ভিনির বদলি হিসেবে রদ্রিগোকে নামানোর সিদ্ধান্ত নেন শাবি। উঠিয়ে নেয়ার এই সিদ্ধান্তের কারণেই কোচের প্রতি ৭ নম্বর জার্সিধারীর ক্ষোভ, ভিনি আরও খেলতে চেয়েছিলেন। উঠে যাওয়ার পর ফুটবলাররা সাধারণত কোচের সঙ্গে হাই-ফাইভ বা কোলাকুলি করে থাকেন। ভিনি হাই-ফাইভ করবেন দূরের কথা, ক্ষোভের চোটে আলোনসোর দিকে তাকাননি পর্যন্ত, বেঞ্চে না বসে রগড়াতে রগড়াতে সোজা চলে যান টানেলের দিকে। পরে অবশ্য ফিরেও আসেন। কিন্তু কোচের সঙ্গে তার মনোমালিন্য শেষ হয়নি।
ম্যাচ শেষেই শাবি জানিয়েছিলেন ভিনির সঙ্গে আলোচনা করবেন। গত বুধবার হয়েছে সেই আলোচনা। ভ্যালেন্সিয়ার বিপক্ষে আগামীকালের ম্যাচকে সামনে রেখে সংবাদ সম্মেলনে আজ তিনি বললেন, তাদের ঝামেলা শেষ হয়েছে। ‘দুই দিন বিশ্রামের পর বুধবার আমরা সবাই মিটিং করেছি। ভিনি ভালো করেছে, অনবদ্য ছিল। হৃদয় থেকে কথা বলেছে, আন্তরিকতার সঙ্গে। আমি সন্তুষ্ট ছিলাম এবং আমার জন্য সেই মুহূর্ত থেকে বিষয়টি শেষ হয়ে গেল।’
সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা প্রার্থনার বিবৃতিতে ভিনি কোচের নাম উল্লেখ করেননি। এই ব্যাপারে জানতে চাওয়া হলে শাবি বলেন, ‘এটা আমার জন্য একটি অত্যন্ত মূল্যবান, ইতিবাচক বক্তব্য। ভিনি তার সততা দেখিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সতীর্থদের, ভক্তদের এবং ক্লাবকে কী বলেছে।’
এমআর/টিকে