ঘরের মাঠে শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। এমন দুঃসময়ে এলো দুঃসংবাদ, গোড়ালির চোটে হাসপাতালে যেতে হয়েছে নুরুল হাসান সোহানের। চোটে পড়েছেন শরিফুল ইসলামও।
টি-টোয়েন্টিতে উড়তে থাকা বাংলাদেশের হঠাৎ ছন্দপতন হয়েছে। টানা চার সিরিজ জেতা টাইগাররা এবার ঘরের মাঠেই হোয়াইটওয়াশ হয়েছে। ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে লিটন দাসের দল। আগেই সিরিজ হেরে বসা বাংলাদেশের অবশ্য সুযোগ ছিল শেষ ম্যাচটা জিতে স্বস্তি নিয়ে সিরিজ শেষ করার। ফলে একাদশে চারটি পরিবর্তন নিয়ে মাঠে নামে দল, সুযোগ পান আগের ম্যাচে না থাকা সোহান ও শরিফুল।
যদিও ব্যাটে-বলে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি তারা। তবে খেলার মাঝে চোট পেয়ে উঠে এসেছেন আলোচনায়। ম্যাচে ফিল্ডিংয়ের সময় ১১তম ওভারে হঠাৎই গোড়ালি চেপে ধরে মাটিতে লুটিয়ে পড়েন সোহান। তৎক্ষনাৎ দৌড়ে আসেন ফিজিও। অবস্থার উন্নতি না ঘটায় স্ট্রেচারে করে মাঠের বাইরে নেয়া হয় তাকে।
পরে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয় তাকে। সেখানে গোড়ালির এক্স-রে করানো হয় অভিজ্ঞ ব্যাটারের। যদিও এক্স রে রিপোর্ট এখনো জানা যায়নি।
অন্যদিকে ম্যাচ চলাকালে হ্যামস্ট্রিংয়ের অস্বস্তির কথা জানান শরিফুল। ম্যাচে ২ ওভার বল করে মাত্র ১২ রান দেন তিনি। কিন্তু চোটের কারণে আর বোলিংয়ে দেখা যায়নি তাকে। পরীক্ষা-নিরীক্ষা হতে পারে তারও। তবে দু’জনের চোটের অবস্থা সম্পর্কে বিস্তারিত জানতে শনিবার পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে। গুরুতর কিছু হলে লম্বা সময়ের জন্য ছিটকে যেতে হতে পারে মাঠ থেকে।