প্রবীণ অভিনেতা রঞ্জিত মল্লিক আবারও স্মৃতিচারণ করলেন বাংলা সিনেমার কিংবদন্তি জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেনকে নিয়ে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, “অনেকের মুখেই শুনেছি ‘সপ্তপদী’ ছবির সময় উত্তম-সুচিত্রার মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। কিন্তু ‘এই পথ যদি না শেষ হয়’ গানের কোনও দৃশ্য দেখে কি বোঝা যায় যে, তখন তাঁদের মধ্যে কথা ছিল না? এটাকেই বলে পেশাদারিত্ব।”
রঞ্জিত মল্লিকের এই বক্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছে বাংলা সিনেমার এই সোনালি যুগলকে ঘিরে পুরনো স্মৃতি। তিনি বলেন, “উত্তম-সুচিত্রা শুধু পর্দার জুটি ছিলেন না, তাঁরা ছিলেন বাংলা চলচ্চিত্রের ইতিহাসের অংশ। তাঁদের পেশাদারিত্বই আজও শিল্পীদের অনুপ্রেরণা।”
বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমার ও সুচিত্রা সেনের জুটিকে সর্বকালের সেরা বলা হয়। তাঁদের অভিনীত ‘সপ্তপদী’, ‘সাগরিকা’, ‘হারানো সুর’, ‘চাওয়া পাওয়া’সহ বহু চলচ্চিত্র আজও দর্শকের হৃদয়ে অম্লান।
এসএস/টিএ