বলিউডের সুপরিচিত নাম ফারাহ খান। একের পর এক দুর্দান্ত ছবি পরিচালনা করে জায়গা করে নিয়েছে সেরা পরিচালকের খ্যাতি। শুধু পরিচালকই নন কোরিওগ্রাফি, টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী হিসেবেও পেয়েছেন সফলতা। তবে এ পর্যন্ত আসতে তাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।
সম্প্রতি এক পডকাস্টে তার পরিবারের কঠিন সংগ্রাম, বাবার অতিরিক্ত মদ্যপান ও দেউলিয়াত্ব এসব বিষয় নিয়ে কথা বলেন।
ফারাহ খানের বাবা কামরান খান ছিলেন একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি একটি সিনেমা নির্মাণে ফ্লপ হওয়ার কারণে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
ফারাহ বলেন, বাবার সিনেমা বক্সঅফিসে ব্যর্থ হওয়ার কারণে তিনি মদ্যপানে আসক্ত হয়ে পড়েন। তার আসক্তি আমাদের পরিবারকে আর্থিকভাবে বিধ্বস্ত করে দিয়েছিলো।
মায়ের সংগ্রামের কথা মনে করে তিনি বলেন, ’কিছু টাকার জন্য আমার মা জুয়াড়িদের কাছে আমাদের বাড়ি ভাড়া দিতে শুরু করেন।’
পরিবারের কঠিন সংকটের কথা মনে করে ফারাহ খান বলেন, ’আমাদের পুরো একটা ফ্লোর ছিল এবং তারপর আমরা ফ্ল্যাট বিক্রি শুরু করি। অবশেষে, আমদের একটা হল এবং একটা বেডরুমে এসে পৌঁছালাম। আমার বাবা এতো আসক্তিতে ভুগছিলো যে আমাদের এই শেষ আশ্রয়স্থল ও বিক্রি করতে চেয়েছিলো কিন্তু ওগুলো আমার মায়ের নামে ছিল বলে তা পারেনি। তাই বিকেলে সেই হলটা তাস খেলার জন্য ভাড়া দিতো।’
তিনি আরও বলেন যে, ’তাস খেলা লোক গুলো তাদের প্রত্যেককে ৫ টাকা করে দিতো । এই টাকা জমিয়ে ৩০- ৩৫ টাকা হতো যা দিয়ে পরের দিনের জন্য দুধ, অল্প সবজি এবং বাবার হাফ বোতল মদ কিনতে হতো। যদি তারা যেকোনো কারণে খেলতে না আসত তাহলে পরের দিনের জন্য দুধ থাকত না। দুজন লোক বেশি আসলে আমরা উত্তেজিত হয়ে পড়তাম যে আজ আমরা ভালো কিছেু খেতে পারবো।’
ফারাহ খান বলেন, ’সেই জায়গা থেকে ঘুরে দাড়াঁনো সত্যিই বিশাল ব্যাপার ছিলো। শৈশবের স্মৃতি এখনো আমাকে তাড়া করে। এখন পর্যন্ত, আমি অর্থের ব্যাপারে অনিশ্চিত। আমি বুঝতে পেরেছি কেন বাবা মদ্যপান শুরু করেছিলো।’
ফারাহ খান সম্প্রতি সেলিব্রিটি মাস্টারশেফের উপস্থাপক এবং বিচারক হিসেবে কাজ করছেন । এছাড়াও তার রাঁধুনি দিলীপের সাথে একটি ইউটিউব চ্যানেলও পরিচালনা করছেন।
আইকে/টিএ