নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না অভিযোগ করেছেন, বিগত সরকারের সময় জ্বালানি খাতে যে ব্যাপক লুটপাট হয়েছিল, বর্তমান সরকারও সেই দুর্নীতি বন্ধ করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
আজ শনিবার (১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত এক অধিবেশনে প্রধান বক্তা হিসেবে তিনি এ মন্তব্য করেন।
মান্না বলেন, ‘জ্বালানি খাতে ভয়াবহ দুর্নীতি ও লুটপাটের ধারা বহু বছর ধরে চলে আসছে। দুঃখের বিষয়, সরকার পরিবর্তন হলেও এই লুটপাট এখনও বন্ধ হয়নি। জনগণের অর্থ অন্যায়ভাবে চলে যাচ্ছে মুষ্টিমেয় কিছু মানুষের পকেটে।’
তিনি আরও বলেন, জ্বালানি খাতের এই দুর্নীতি বন্ধ করা এবং জনগণের অধিকার নিশ্চিত করা সরকারের অপরিহার্য দায়িত্ব। এই খাতকে দুর্নীতিমুক্ত করতে হলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
জ্বালানি খাতের এই লাগামহীন দুর্নীতি বন্ধ এবং জনগণের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে প্রয়োজনে পুনরায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন নাগরিক ঐক্যের সভাপতি।
মাহমুদুর রহমান মান্না মনে করেন, শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, এর সঠিক প্রয়োগ প্রয়োজন। তার পরামর্শ, জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের জবাবদিহির আওতায় আনা হলে এই খাতে উন্নতি আনা সম্ভব। তিনি উল্লেখ করেন, জবাবদিহি নিশ্চিত হলে কর্মকর্তাদের মধ্যে ভয় কাজ করবে এবং দুর্নীতি করার প্রবণতা কমবে।
অধিবেশনে অন্য বক্তারাও দেশের জ্বালানি খাতের উন্নয়নে জনগণের অধিকার নিশ্চিত করা, আইনের যথাযথ প্রয়োগ এবং সঠিক নীতিনির্ধারণী পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেন।
পিএ/টিএ