অন্তবর্তীকালীন সরকার ইচ্ছে করে বিলম্ব না করলে নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, সামাজিক উপদ্রব ও সমাজবিরোধী বাহিনী তৈরি হওয়ায় নিরপেক্ষ সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন। জুলাইয়ের পর মানুষ স্বস্তির নিশ্বাস চেয়েছিল, কিন্তু সামাজিক উপদ্রব ও সমাজবিরোধী বাহিনী তৈরি হওয়ায় নিরপেক্ষ সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করে রিজভী বলেন, বলেছেন, ‘সবকিছু নিয়ন্ত্রণে রাখার চেষ্টার মাঝেও সরকারের গাফিলতি ও আইন-শৃঙ্খলায় ঢিলেঢালা ভাব স্পষ্ট। জুলাইয়ের পর মানুষ স্বস্তির নিশ্বাস চেয়েছিল, কিন্তু সামাজিক উপদ্রব ও সমাজবিরোধী বাহিনী তৈরি হওয়ায় নিরপেক্ষ সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়েছে।’
যারা চাঁদাবাজি করছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না– এমন হুঁশিয়ারি দিয়ে রিজভী বলেন, ‘সমাজে যারা আতঙ্ক তৈরি করে তাদের আইনের মাধ্যমে শাস্তি দিতে বিএনপির পক্ষ থেকে কোনো দ্বিধা নেই। দলের নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। দলের নাম ভাঙ্গিয়ে যারা দুর্বৃত্তপনা ও শৃঙ্খলাভঙ্গ করে তাদের জন্য দলের পক্ষ থেকেও আইনি বিচারের দাবি জানানো হয়েছে।’
টিএম/টিএ