বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম বলেছেন, ‘আমি প্রত্যাশা করি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের সচেতন তরুণ সমাজ গণমানুষের দল হিসেবে বিএনপিকেই বেছে নেবে। ধানের শীষ প্রতীকের পক্ষেই তরুণরা রায় দেবে।’
রবিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমণ্ডিতে এক তারুণ্যের মিছিলে তিনি এসব কথা বলেন।
তরুণ প্রজন্মের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দিতে উৎসাহিত করার লক্ষ্যে ঢাকা-১০ সংসদীয় আসনের যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়।
এদিন বিকেল ৪টার দিকে মিছিলটি ধানমণ্ডি আবাহনী ক্লাব মাঠের দক্ষিণ থেকে শুরু করে সিটি কলেজের সামনে গিয়ে শেষ হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার অসীম আরো বলেন, ‘নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু দেশের তরুণ সমাজ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। আমি দৃঢভাবে বিশ্বাস করি নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবেলা করার শক্তি, সাহস এদেশের তরুণ সমাজের রয়েছে।
’
তারুণ্যের মিছিলে অংশ নেন, ঢাকা ১০ সংসদীয় আসনের সব থানা ও ওয়ার্ড পর্যায়ের যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের কয়েক হাজার নেতাকর্মী।
এমকে/এসএন