শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি চারজন নির্বাচন কমিশনার।
রোববার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর তারা এই পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র। তাদের স্বাক্ষর করা পদত্যাগপত্রটি প্রতিবেদকের হাতে এসেছে।
দেশের একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া একাধিক শিক্ষক। ব্যক্তিগত কারণে দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পদত্যাগপত্র জমা দেন বলে জানান তারা।
নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগপত্র জমা দেওয়া চার শিক্ষক হলেন, গণিত বিভাগের অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ, ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. জিএম রবিউল ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকী এবং নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার।
এ বিষয়ে জানতে আরেক নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জিএম রবিউল ইসলামকে কল দিলে তিনি কল রিসিভ করে তা কেটে দেন। এরপর তিনি আর ফোন ধরেননি।
অধ্যাপক ড. মো. আশরাফ সিদ্দিকীকে একাধিকবার কল দিলে তিনিও রিসিভ করেননি।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ড. মোহাম্মদ মনযুর-উল-হায়দার এর সত্যতা নিশ্চিত করে দেশের একটি গণমাধ্যমকে বলেন, হ্যাঁ, আমি নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে পদত্যাগ করেছি।
অধ্যাপক ড. রেজোয়ান আহমেদ বলেন, আমি এ দায়িত্ব থেকে পদত্যাগ করেছি। এর কারণ ওখানে (পদত্যাগপত্রে) উল্লেখ করা আছে। কারণটি ব্যক্তিগত-ই কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ ওইটাই।
এর আগে, গত ২৭ অক্টোবর সন্ধ্যায় প্রশাসনিক ভবন-১-এর সামনে শাকসু নির্বাচনের লক্ষ্যে উপাচার্যের উপস্থিতিতে ১৩ জন নির্বাচন কমিশনারদের নাম ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আবদুল কাদির।
আরপি/এসএন