পুনরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ায় ডা. শফিকুর রহমানকে মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
রোববার (২ নভেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ শুভেচ্ছা জানান তিনি।
মুফতি রেজাউল করিম বলেন, নিজের দ্বীনি জজবা ও কৌশলী নেতৃত্বের মাধ্যমে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করেছেন ডা. শফিকুর রহমান। দেশের রাজনীতির এই ক্রান্তিকালে তার নেতৃত্ব জামায়াতে ইসলামী ও দেশের জন্য কল্যাণের বাহন হবে বলে আমি বিশ্বাস করি।
তিনি বলেন, বয়সের বাধা উপেক্ষা করে তিনি যে উদ্যমী নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করছেন, এর মধ্যে আগামীর বাংলাদেশের জন্য শুভ বার্তা রয়েছে। আমি তার সুস্থতা কামনা করি। একইসঙ্গে আমিরের দায়িত্ব পালনে আল্লাহর রহমত ও দয়া তার সঙ্গী হোক সেই প্রত্যাশা করি।
উল্লেখ্য, ২০২৬-২৮ সেশনের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির হিসেবে পুনর্নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে এ ঘোষণা করেন দলের অভ্যন্তরীণ নির্বাচন পরিচালনার দায়িত্বে নিয়োজিত প্রধান নির্বাচন কমিশনার ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।
রোববার (২ নভেম্বর) কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
এর আগে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সদস্যদের (রুকন) কাছ থেকে গোপন ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ করা হয়।
ভোটগ্রহণের কার্যক্রম শেষে গণনা শেষ করেন সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত টিমের সদস্যরা।
এমআর/এসএন