লাই জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি এবং গণভোটের সময় নিয়ে সৃষ্ট বিরোধ নিরসনে খোলামেলা আলোচনায় বসতে বিএনপিকে আহ্বান জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনো ঝগড়ায় যেতে চায় না জামায়াত। বরং দেশের স্বার্থে আলোচনায় বসতে চায়।’
আজ রবিবার (২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানিয়ে ডা. তাহের বলেন, ‘রাজনীতির অনেক খেলা আছে, জামায়াত খেলতে চায় না। সোমবার দলীয় বৈঠক রয়েছে, সেখানে পরবর্তী কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে।’
বিএনপিকে আনুষ্ঠানিকভাবে আলোচনার প্রস্তাব দেওয়া হয়েছে কি না—প্রশ্নে ডা. তাহের বলেন, ‘এ আহ্বান এখন সংবাদমাধ্যমে দিচ্ছি। দেখি, বিএনপি কাল (সোমবার) সংবাদমাধ্যমে কী প্রতিক্রিয়া দেখায়।’ জামায়াতের নায়েবে আমির বলেছেন, ‘ফেব্রুয়ারি মাসে নির্বাচন হোক তা অবশ্যই চাই।কিন্তু নভেম্বরের মধ্যেই গণভোট চাই। গণভোটে সব দল একমত। তবে একটি দল জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোট চায়। যা সম্পূর্ণ অবাস্তব।’
ডা. তাহের বিএনপির উদ্দেশে বলেন, ‘আসুন, দেশের এ পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা করি। বিএনপিকে আহ্বান করব একসঙ্গে বসার। আলোচনা করব কিভাবে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ তৈরি হবে।’
তিনি বলেন, ‘ইতিবাচক মনোভাব নিয়ে আলোচনার টেবিলে সমস্যার সুষ্ঠু রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে বিএনপির প্রতি জানাচ্ছি। জনগণ সব সংকটের সমাধান ও ঐক্য চায়।’
বিএনপির সমালোচনা করে তাহের বলেছেন, ‘দলটি নেতারা জামায়াতকে নিষিদ্ধের কথা বলছেন। তাদের কাছে জানতে চাই, ১৯৯১ সালে যদি জামায়াত নিষিদ্ধ থাকত তাহলে কি বিএনপি সরকার গঠন করতে পারত? সেদিন যদি জামায়াত সমর্থন দিয়ে ক্ষমতায় না বসাত, তাহলে বিএনপি কি বর্তমান পর্যায় আসতে পারত? জবাব হলো, অবশ্যই না। বিএনপি পতিত স্বৈরাচারীদের ভাষায় বক্তব্য দিয়ে অকৃতজ্ঞতার প্রমাণ দিচ্ছে। ফ্যাসিবাদীর ভূমিকায় অবতীর্ণ হয়েছে। বর্তমান সংকট বিএনপিই সৃষ্টি। জামায়াত কখনো ধোঁকা, প্রতারণা ও মোনাফেকির রাজনীতি করে না।’
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
আইকে/টিএ