সিলেটের মেয়রের বিরুদ্ধে অটোরিকশা শ্রমিকদের মানববন্ধন

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে মানববন্ধন করেছে সিলেটের সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়ন।

রোববার দুপুর ১২টার দিকে নগরীর কোর্ট পয়েন্টে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মেয়র আরিফ কর্তৃক সিলেট নগরীর সিএনজি অটোরিকশা পার্কিংয়ের স্থানগুলো উচ্ছেদ করে সিটি বাস সার্ভিসের কাউন্টার নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে এই মানববন্ধন করেছেন তারা।

মেয়র আরিফ সিলেটের শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইছেন উল্লেখ করে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাকারিয়া মানববন্ধনে বলেন, পরিবারের লোকজনদের দিয়ে গঠন করা সিটি বাস সার্ভিস পরিচালনার জন্য তিনি সিএনজি চালিত অটোরিকশাগুলোর পার্কিয়ের স্থানে কাউন্টার নির্মাণ করতে চাইছেন। যা কখনোই শ্রমিকরা মেনে নেবে না। বাস চালান আর ট্রেন চালান, শ্রমিকদের পেটে লাথি মেরে কোন কাজ করতে দেয়া হবে না।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার যেখানে দেশে কর্মসংস্থান বৃদ্ধির জন্য কাজ করে যাচ্ছে, সেখানে সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী সরকারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছেন। তিনি সিএনজিচালিত অটোরিকশাগুলোর পার্কিয়ের স্থানগুলো উচ্ছেদ করে হাজার হাজার শ্রমিককে পথে বসিয়ে নিজে লাভবান হতে চাইছেন।

শ্রমিক নেতারা আরও বলেন, একাধিকবার তারা এসব বিষয় নিয়ে মেয়রের সঙ্গে বৈঠক করেছেন। কিন্তু বৈঠক শেষ করেই মেয়র সিদ্ধান্তগুলো ভুলে যান এবং নিজের ইচ্ছামতো কাজ শুরু করেন।

তারা বলেন, তাই পরিবহন শ্রমিকরা তার সঙ্গে আর কোনো বৈঠকে বসবে না। প্রশাসনের উপস্থিতিতে কোনো বৈঠক হলে সে বৈঠকে যাবেন বলে জানান তারা।

 

টাইমস/এইচইউ

Share this news on: