বিএনপি নেতাদের বিরুদ্ধে কটূক্তি ও বিষোদ্গারের অভিযোগে নোয়াখালীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। রোববার (২ নভেম্বর) রাতে জেলা আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে জিয়া সাইবার ফোর্সের (জেডসিএফ) উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বিএনপির পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে অনলাইন অ্যাকটিভিস্টদের করণীয় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) নোয়াখালী শাখা।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জিয়া সাইবার ফোর্সের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব হারুনুর অর রশিদ আজাদ। এছাড়া বক্তব্য রাখেন দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ প্রমুখ।
স্থানীয় বিএনপি নেতা মো. সাইফুল ইসলাম বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো রাজনৈতিক সুযোগসন্ধানীরা এখন দলের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিএনপির জনপ্রিয়তা কমাতে এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। এ ধরনের অপপ্রচারের জবাব আমরা মাঠে-ঘাটে দেব। নোয়াখালী শহরের বাসিন্দা ও ব্যবসায়ী মো. আনোয়ার হোসেন বলেন, রাজনীতিতে মতের ভিন্নতা থাকতে পারে, কিন্তু অন্য দলের নেতাদের বিরুদ্ধে কটূক্তি করা ঠিক নয়। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়। সবাইকে শালীন ভাষায় মত প্রকাশ করা উচিত।
কর্মসূচি প্রসঙ্গে অ্যাডভোকেট জসিম উদ্দিন বাদল বলেন, অদৃশ্য শক্তি এখন দৃশ্যমান হয়ে বিএনপির বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব বিভ্রান্তি রুখে দিতে আমাদের অনলাইন অ্যাকটিভিস্টদের সঠিক তথ্য, ছবি ও প্রমাণসহ জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে। দল যাকে ধানের শীষ প্রতীক দিয়ে মনোনয়ন দেবে, তার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভা শেষে বিএনপি ও এর অঙ্গসংগঠন সম্পর্কে বিভিন্ন সময়ে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করে জিয়া সাইবার ফোর্স ও বিএনপি নেতাকর্মীরা। পরে তার ছবিসংবলিত কুশপুত্তলিকা দাহ করা হয়।